ট্যাক্স বাঁচিয়ে বেশি লাভ করতে ৩১ জুলাইয়ের মধ্যেই ইনভেস্ট করুন পোস্ট অফিসে
অরূপ মাহাত: বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য পোস্ট অফিসের সেভিংস স্কিম অত্যন্ত ভরসা যোগ্য এবং সুরক্ষিত৷ এই স্কিমে ফিক্সড ডিপোজিট করলে এখান থেকে মিলবে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স ছাড়ও৷ তাই পোস্ট অফিসের এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্ট করা বর্তমানে অত্যন্ত লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ করোনা মহামারি জনিত কারণে আয়কর বিভাগ ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্টের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১ জুলাই ২০২০ করেছে৷ ফলে, এই ৩১ জুলাইয়ে মধ্যে লগ্নি করলে বিশাল সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
পোস্ট অফিসের এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট আসলে কী? এটি ভারত সরকারের একটি স্মল সেভিংস যোজনা ৷ মাত্র ১০০ টাকা থেকে যেখানে ইনভেস্ট করতে পারেন গ্রাহকরা৷ ১০০, ৫০০, ২০০০ টাকার নোটের মতো এনএসসি-র ১০০, ৫০০, ১০০০, ৫০০০ টাকার সার্টিফিকেট পাওয়া যায় ৷ তবে এখানে ইনভেস্ট করার ক্ষেত্রে কোনও উর্ধ্বসীমা নেই ৷ সেভিংস অ্যাকাউন্টে যেখানে ৪.৮ শতাংশ সুদ মেলে সেখানে এনএসসি থেকে বার্ষিক ৬.৮ শতাংশ সুদ মিলবে বলে জানা গেছে৷
যে কোনও ব্যক্তি এই স্কিমে লগ্নি করে সার্টিফিকেট কিনতে পারেন৷ এই সার্টিফিকেট কেনা যেতে পারে বাচ্চাদের নামেও৷ নূন্যতম ৫ বছরের জন্য ইনভেস্ট করতে হয় এই সার্টিফিকেট স্কিমে৷ প্রতি বছরের শেষে যোগ হয় সুদের টাকা এবং চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে সুদ। ১০০ টাকা জমা করলে ৫ বছর পর তা হবে ১৪৪ টাকা৷ এই স্কিমে গ্রাহকের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং সময়মতো সরকার নির্ধারিত রিটার্ন ফেরত পাবেন গ্রাহক৷ ১০ হাজার টাকা জমা করে ৫ বছর পর ম্যাচিওরিটিতে ১৩৮৯০ টাকা ফেরত পাবেন গ্রাহক৷ সেই সঙ্গে প্রতি বছর ১.৫ লক্ষ টাকার ইনভেস্টমেন্টে মিলবে আয়কর ৮০ সি অনুযায়ী ট্যাক্স ছাড়৷