রবিবার রাতে নিজের বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। আর সেই চোটের পর তার মস্তিষ্ক সিটি স্ক্যান করানো হলে ধরা পড়ে সেখানে রক্ত জমার বেঁধে রয়েছে। এই জমাট বাঁধা ব্লাড ক্লটকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘সাবডিউরাল হেমাটোমা’। এরপর চিকিৎসকেরা আর ঝুঁকি নেননি। সোমবার অস্ত্রোপচার করা হয়। কিন্তু হাসপাতাল তরফে জানা গিয়েছে, অত্যন্ত সংকটজনক অবস্থা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।
সোমবার দুপুরে প্রাক্তন রাষ্ট্রপতি নিজেই টুইট করে জানান, “অন্য একটি কারনে হাসপাতালে গিয়েছিলাম। এরপর জানা যায়, আমি করোনা পজিটিভ। গত এক সপ্তাহে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা করোনা পরীক্ষা করাবেন”। বাথরুমে পড়ে যাওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে আর অ্যান্ড আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথার জমাট বাঁধা রক্ত বের করা হয়। এরপর তাঁকে ভেন্টিলেশন রাখা হয়েছে। অস্ত্রোপচার সফল হলেও ৭২ ঘন্টা না কাটলে চিকিৎসকেরা আশ্বাস দিতে নারাজ।
Former President Pranab Mukherjee (file pic) who underwent emergency surgery for brain clot on 10th August, has not shown any improvement & his health status has worsened. He remains on ventilatory support. His health continues to remain critical: Army Hospital (R&R) Delhi Cantt pic.twitter.com/Bdse10bZs9
— ANI (@ANI) August 11, 2020
এই খবর সামনে আসার পর দেশের রাজনৈতিক মহলে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ফোন করে প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। অপরদিকে, রাষ্ট্রপতির বীরভূমের কীর্ণাহারের বাড়িতে আরোগ্য কামনার জন্য পুজো দেওয়া হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কবে সুস্থ হবেন এখন আপাতত তারই প্রতীক্ষা।