চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, স্বস্তির খবর দিলেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। স্বস্তির খবর শোনালেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ট্যুইট করে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র জানিয়েছেন, বাবা এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের থেকে ভালো…

Avatar

ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। স্বস্তির খবর শোনালেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ট্যুইট করে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র জানিয়েছেন, বাবা এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের থেকে ভালো আছেন তিনি। ট্যুইটে তিনি লেখেন, “আমার বাবা বরাবরের যোদ্ধা। চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এবং তাঁর সব মাপকাঠি স্থিতিশীল আছে। আপনারা বাবার সুস্থতার জন্য প্রার্থনা করুন।”

সোমবার মাথায় অস্ত্রপচারের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। ক্রমশই তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার সেনা হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতি এখনও সংকট জনক অবস্থাতেই আছেন। তবে তাঁর হৃদ‌যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এখনও। এরপর গতকাল রাতেই অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ধীর গতিতে হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা।

রবিবার রাতে তাঁর দিল্লির বাসভবনের বাথরুমের মেঝেতে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। কিন্তু তারপর অস্ত্রোপচারের জায়গা থেকে ফের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মস্তিষ্কের অন্যান্য অংশেও রক্তক্ষরণ হয়। তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন, সাড়া দিচ্ছিলেন না চিকিৎসায়। এর মাঝে রবিবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত।

About Author