Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি প্রণব মুখোপাধ্যায়ের, নিজেই নিচ্ছেন শ্বাসপ্রশ্বাস

Updated :  Wednesday, August 12, 2020 7:30 PM

রবিবার নিজের বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আর তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় চোট পাওয়ার ফলে রক্ত জমাট বেঁধে যায়, যার ফলে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত সোমবার তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ভেন্টিলেশনে রাখা হয়। এদিন বিকেলে ৫টা নাগাদ প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে জানিয়েছেন তিনি নিজেই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। যদিও শ্বাসপ্রশ্বাস নেওয়ার সমস্ত সরঞ্জাম থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি নিজেই শ্বাসপ্রশ্বাস নিয়েছেন, এমনটাই জানিয়েছেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও প্রণব বাবুর মাথার যেই দিকে অস্ত্রোপচার হয় তার উল্টো দিকে ফের রক্তক্ষরণ শুরু হয়েছে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কথা চিন্তা করে ফের অস্ত্রোপচারে মত দিচ্ছেন না চিকিৎসকেরা।