Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাম মন্দিরের পুরোহিত করোনা আক্রান্ত, ৫ অগাস্ট ভূমি পুজো ঘিরে সংশয়

Updated :  Thursday, July 30, 2020 3:58 PM

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন খোদ রাম মন্দিরের এক পুরোহিত। প্রদীপ দাস নামে ওই পুরোহিত করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া অযোধ্যার ভূমি তদারকির দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে আগামী ৫ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এমত অবস্থায় এতজন একই সঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় ভূমি পুজো ঘিরে সংশয় তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৫ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোয় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোতেও তিনি সঙ্গ দেবেন বলে জানা গিয়েছে। কিন্তু মন্দিরের পুরোহিত করোনায় আক্রান্ত হওয়ার ফলে রাম মন্দিরে ভূমি পুজো হবে কিনা সে বিষয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্ব। অপরদিকে, একাধিক বিজেপি কর্মীরা বলছেন, রাম মন্দিরের তৈরির কাজ শেষ হলে দেশ জুড়ে করোনার সংক্রমণ বন্ধ হবে।

লাগামহীন মাত্রায় দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেশ জুড়ে হু হু করে তা বাড়ছে। এখনো পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জন। বৃহস্পতিবার সরকারের তরফে দেওয়া বুলেটিনে জানা গিয়েছে, ৫২ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। দেশ জুড়ে এমন সংকটজনক পরিস্থিতির মাঝে আগামী ৫ই আগস্ট রাম মন্দিরে যে ভূমি পুজোর আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের এক পুরোহিত করোনায় আক্রান্ত হওয়ায় ভূমি পুজো নিয়ে সংশয় তৈরি হয়েছে। যেখানে খোদ প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।