Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা রুখতে নয়া ভাবনা মেট্রোর, অ্যাপেই কাটা যাবে টিকিট

Updated :  Thursday, September 3, 2020 7:45 PM

কলকাতা : এবার অ্যাপের মাধ্যেমে টিকিট কাটার কথা ভাবছে মেট্রো রেলওয়ে। তার পাশাপাশি করোনা পরিস্থিতিতে কিভাবে সতর্কতা বজায় রাখা সম্ভব হবে সেই নিয়েও দেখা দিচ্ছে নানা সমস্যা। চলতি মাসের ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও ভিড় নিয়ন্ত্রণ করতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই নিয়ে এবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য।

শুক্রবার এই বৈঠক হবে মেট্রো ভবনে, থাকবেন বিভিন্ন দফতরের আধিকারিকরা। করোনা বিধি মেনেই চলবে সপ্তাহের ৬দিন  সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো। এর আগেই যাত্রীদের কথা মাথায় রেখে  অনলাইনে স্মার্টকার্ড রিচার্জের প্রক্রিয়া শুরু করেছিলো মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। আর এবার ভিড় সামাল দিতে অ্যাপের মাধ্যেমে টিকিট কাটার ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ।

ভিড় ঠেকানোর পাশাপাশি নেওয়া হবে আরও অনেক ব্যবস্থা। গতকাল মেট্রো চালানোর বিধি নিষেধের পাশাপাশি জানানো সব নিয়ম নির্দেশিকা। যেখানে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে। শুধুমাত্র স্মার্টকার্ড ও ক্যাশলেস যাত্রারই অনুমতি দেওয়া হবে।

যদি কেউ টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার করে তবে সেক্ষেত্রে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে। স্টেশন ও ট্রেনের সমস্ত অংশে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে, এমনকি প্রত্যেক যাত্রীদের জন্য রাখতে হবে স্যানিটাইজার।