যদিও স্বভাবের দিক দিয়ে ভয়ঙ্কর ভারতের জাতীয় পশু বাঘ, তবে তাকে নিয়ে এবার সাফল্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের জঙ্গলে বেড়ে চলেছে বাঘের সংখ্যা। এই বিষয়ে ট্যুইট করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার। ‘সংকল্প সে সিদ্ধি’ প্রকল্পের আওতায় ৪ বছর আগে বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের ক্যামেরার মাধ্যমে ধরা পড়লো সেই ক্রমবর্ধমান বাঘের সংখ্যা।
জানা গিয়েছে, বাঘ গণনার জন্য ২৬,৭৬০ টি জায়গায় পৃথক পৃথক ভাবে বসানো হয়েছিল ক্যামেরা। এর মাধ্যমে প্রায় সাড়ে ৩ কোটি ছবি তোলা হয়েছে। উল্লেখযোগ্য, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে এই বাঘ গণনার ক্যামেরা।
২০১৮ সালে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেটসের একটি রিপোর্টে বলা হয় ভারতে ৩,০০০ বাঘ রয়েছে। এই সংখ্যা ২০১৪ সালে ছিল ২,২২৬। যদিও প্রধানমন্ত্রীর গৃহীত প্রকল্পে ৯ বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করার কথা বলা হয়, তবে তা মাত্র চার বছরেই বাস্তবায়িত হয়েছে।
অন্যদিকে, ২০১৬ সালের বাঘের সংখ্যা ছিল ১৪১১। ২০১৯ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৯৬৭ তে। এই বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেন, “ভারতে কোনো কিছু করার কথা ভাবা হলে, তা করেই দম নেয় ভারত সরকার।”