আবহাওয়ার পূর্বাভাস দিতে কেন্দ্রীয় সরকার চালু করলো মৌসম অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে এবার থেকে আগে ভাগেই আবহাওয়ার সমস্ত পূর্বাভাস পেয়ে যাবেন ইউজাররা। খারাপ আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, প্রাকৃতিক বিপর্যয়, ঝড় সমস্ত কিছু সম্পর্কেই আগাম সতর্কবার্তা পৌঁছে দেবে এই অ্যাপ। ইন্ডিয়ান ট্রপিকাল মেটেরোলজি ইনস্টিটিউট, আইআইটিএম পুনে এবং আইএমডি মিলে ভাবে তৈরি করেছে এই মোবাইল অ্যাপটি।
অ্যাপটি লঞ্চ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন। দেশের ২০০ টি শহরের আবহাওয়ার আপডেট পাওয়া যাবে এই অ্যাপটি থেকে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে এসে গিয়েছে অ্যাপটি। আপাতত দেশের ২০০ টি শহরের আবহাওয়ার আপডেট পাওয়া গেলেও আগামী এক সপ্তাহের মধ্যে দেশের ছোট বড় ৪৫০ টি শহরের আবহাওয়ার আপডেট দেবে এই অ্যাপ। দিনে মোট আটবার আপডেট দেবে অ্যাপটি।
সহজেই আবহাওয়ার পরিস্থিতি বোঝানোর জন্য অ্যাপটিতে বিভিন্ন রঙ পরিবর্তন হতে থাকবে। এর জন্য তিনটি রঙ সংকেত দেবে। এই তিনটি রঙ হলো লাল, হলুদ এবং কমলা। আসন্ন সাতদিন শহরের আকাশ কেমন থাকবে তারও তালিকা করে জানান দেবে এই অ্যাপ। কত শতাংশ আদ্রতা, কত ডিগ্রি তাপমাত্রার তারতম্য সবই জানান দেবে এই অ্যাপ।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’