ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

টাকা তুলতে আর যেতে হবে না ATM-এ, এবার ঘরে বসেই পেয়ে যাবেন টাকা, জানুন কীভাবে

সম্প্রতি ভারতীয় পোস্ট বিভাগের তরফ থেকে একটি নতুন সুবিধা চালু করা হয়েছে ভারতের গ্রাহকদের জন্য

Advertisement
Advertisement

একটা সময়ে টাকা তোলার জন্য শুধুমাত্র ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোটাই ছিল একমাত্র উপায়। তারপরে ভারতের বাজারে চলে আসে এটিএম। তারপর থেকে মানুষজন এটিএম এ গিয়ে টাকা তুলতে শুরু করে। তবে এবার একটি নতুন ব্যবস্থা ভারত সরকার চালু করেছে যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই পেতে পারেন টাকা। আর দূরে এটিএম এ গিয়ে আপনাকে লাইন দিতে হবে না টাকা তোলার জন্য। এই নতুন ধরনের এটিএম ব্যবহার করে যেকোনো ব্যক্তি খুব সহজেই বাড়িতে বসে পেয়ে যেতে পারেন টাকা। আজ আমরা এই বিষয়ে এটিএম এর ব্যাপারে আপনাদের জানাতে চলেছি।

Advertisement
Advertisement

ভারতে এমন অনেক মানুষ আছেন যারা দূরে হাঁটতে চলতে অক্ষম এবং তারা ঘরে বসে ব্যাংকিংয়ের সমস্ত কাজ করতে চান। মূলত তাদের জন্যই নিয়ে আসা হয়েছে এই বিশেষ আধার এটিএম। এই এটিএম ব্যবহার করে যেকোনো ব্যক্তি তার বায়োমেট্রিক পরিচয় এর মাধ্যমে সহজে লেনদেন করতে পারবেন। এর জন্য ব্যাংক একাউন্ট কি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে এবং এই সুবিধার মাধ্যমে নগদ টাকা তোলা ছাড়াও অন্যান্য সমস্ত কাজ আপনারা করতে পারবেন। বিহারের পূর্ণিয়া ডিভিশনের পোস্ট অফিসের ডার্ক সুপারিনটেনডেন্ট রাজেশ কুমার জানিয়েছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এই সুবিধা শুরু করা হয়েছে গোটা বিহার জুড়ে। শুধু বিহার নয়, আপনাদের জানিয়ে রাখি গোটা ভারতেই কিন্তু এই পরিষেবা চালু রয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অনলাইন ভিত্তিতে এটিএম এর সুবিধা শুরু করে দিয়েছে। এর মাধ্যমে যেকোনো ব্যাংক গ্রাহক তাদের ঘরে বসে নগদ টাকা পেতে পারেন। অবশ্যই তাকে প্রমাণ দেখাতে হবে যে তিনি অক্ষম। তারপর এই স্থানীয় পোস্টম্যান বাড়িতে নগদ টাকা সরবরাহ করে দেবেন। তিনি জানিয়েছেন, এই অর্থ প্রদান পরিষেবা সম্পূর্ণরূপে আধার সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে যে কোন ব্যক্তি তার আধার বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে লেনদেন করতে পারবেন। বায়োমেট্রিক্স স্ক্যান করার পরেই কিন্তু টাকা ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। নগদ টাকা তোলা ছাড়াও ব্যালেন্স চেক এবং একাউন্টের বিবরণ এই সুবিধার মাধ্যমে আপনারা চেক করতে পারেন। বলতে গেলে পুরো ব্যাংক আপনার বাড়িতে চলে আসবে।

Advertisement

এবার সব থেকে বড় প্রশ্নটা হলো নগদ টাকা অর্ডার করবেন কিভাবে। ঘরে বসে নগদ টাকা পেতে হলে প্রথমে আপনাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে আবেদন করতে হবে। এরপরে পোস্টম্যান মাইক্রো এ টি এম নিয়ে বাড়িতে পৌঁছে যাবেন। গ্রাহককে শুধুমাত্র বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ব্যবহার করতে হবে। আধার কার্ডের প্রয়োজন হবে না। পরিচয় যাচাই করার পরে পোস্টম্যান নগদ টাকা দেবেন। সেই পরিমাণ অর্থ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বলছে, বাড়িতে নগর তোলার জন্য গ্রাহকদের কাছ থেকে কোন অতিরিক্ত ফি নেওয়া হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস এর মতোই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এই সার্ভিস চালু করা হয়েছে। রাজেশ কুমার আরো জানিয়েছেন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অনুযায়ী এককালীন লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমা নির্ধারণ করা হয়েছে। এর থেকে বেশি টাকা কিন্তু তোলা যাবে না একবারে। যদি ভুল আধার তথ্য দেওয়া হয় বা ভুল ব্যাংক নির্বাচন করা হয় তাহলেও কিন্তু লেনদেন ডিসমিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটিএম পরিষেবার সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে নিজের পার্সোনাল সার্ভিস এনাবেল করতে হবে। তারপরেই আপনি কিন্তু বাড়িতে বসে এটিএম সুবিধা পেতে পারবেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button