কেরিয়ারদেশনিউজরাজ্য

ফের পোস্ট অফিসে শূন্য পদে নিয়োগ, দেখে নিন যোগ্যতা-বেতন এবং আবেদনের প্রক্রিয়া

এবার পুজোর আগেই আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস।

Advertisement

বিগত কয়েক বছরে একের পর এক শূন্য পদে নিয়োগ করছে ভারতীয় পোস্ট অফিস। বিশেষ করে বিগত দুই বছরে GDS পদে কয়েক লাখ ছেলে-মেয়েকে নিয়োগ করেছে ভারতীয় পোস্ট অফিস। এবার পুজোর আগেই আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস। তবে এবার কন্ট্রাক্ট বেসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে ইন্ডিয়ান পোস্ট অফিস। ইতিমধ্যে www.indiapost.govt.in ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কারা এই পদে আবেদন করতে পারবেন এবং বেতন সীমা কত হবে-

পদের নাম: ভারতীয় পোস্ট অফিস “স্টাফ কার ড্রাইভার”-এর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের সংখ্যা: ডাক বিভাগ মাত্র ০৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।

বয়স সীমা: ভারতীয় পোস্ট অফিসের নির্দিষ্ট এই পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন সীমা: এই পদে আবেদনকারীকে ৭ম পে-কমিশনের সুপারিশে ০২ লেভেলে বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: এই বিশেষ পদের জন্য আবেদনকারীকে অফলাইনে আবেদন করতে হবে। ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করে নির্ধারিত ডকুমেন্টস সহ সিনিয়র ম্যানেজার, মেইল মোটর সার্ভিস, C-121, Naraina Industrial Area ফেজ-I, Naraina-তে পাঠাতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: আবেদন পত্রের ভিত্তিতে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ড্রাইভিং টেস্টের মাধ্যমে নির্দিষ্ট পদে কোন ব্যক্তিকে নিয়োগ করা হবে।

Related Articles

Back to top button