দেশে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। প্রতিদিনই সংক্রমণের হার পুরোনো রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। গত একদিনে ফের ১০ হাজারের দোরগোড়ায় সংক্রমণ। শুধু যে সংক্রমণ বাড়ছে তা নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ও। এমনিতেই ভারত এখন বিশ্বের সংক্রমণের নিরিখে ৫ নম্বরে রয়েছে। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে খুব দ্রুতই এই ভারত আমেরিকার পর স্থান পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৯৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে সর্বাধিক। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। ফলে সক্রিয় কেস রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯১৭ জন। দেশে সক্রিয় আর সুস্থের হার প্রায় সমান। মাত্র ৭০২ জনের পার্থক্য রয়েছে। যা কিনা বেশ আশাপ্রদ বলে মনে করছেন চিকিৎসকরা।
ভারত এখন ৫ নম্বরে আছে। ভারতের আগে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন। পঞ্চম দফার লকডাউনের পর থেকে সংক্রমণের রাশ আরও বেড়েছে। প্রতিদিনই প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় দেশেকরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪৬৬ জন। মৃতের সংখ্যার নিরিখে ভারত বিশ্বের মধ্যে দ্বাদশ স্থানে রয়েছে।