Today Trending Newsদেশনিউজ

‘কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাই না’ ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে জবাব ভারতের

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনা করেছেন তিনি, এমনটাই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এও জানিয়েছিলেন যে, সীমানা নির্ধারণে মধ্যস্থতা করতে রাজি রয়েছেন তিনি। পাকিস্তান সেই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মত রয়েছে বলেও জানিয়েছিলেন। তবে ভারতের পক্ষ থেকে এতদিন কিছু জানানো হয়নি।

এবার কাশ্মীর প্রসঙ্গে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। এ প্রসঙ্গে মুখ খুলে বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘কাশ্মীর ইস্যুতে তৃতীয় কারও হস্তক্ষেপ চায় না ভারত।’ আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে এমন এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দু দেশের দ্বিপাক্ষিক সর্ম্পকে তা প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : অস্বস্তিতে মোদী সরকার, বিশ্ব গণতন্ত্র সূচকে ১০ ধাপ নামলো ভারত

তবে আগ বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে অবাক নন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আগামী ওয়ার্ল্ড ইকোনমিক সামিটের ফাঁকে সুইজারল্যান্ডের দাভোসে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই বৈঠকের আগে পাকিস্তানের মন বুঝতে ট্রাম্পের এমন মন্তব্য বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তবে কাশ্মীরের মতো স্পর্শকাতর বিষয়ে তৃতীয় পক্ষের সাহায্যের প্রয়োজন নেই জানিয়ে আমেরিকা ও পাকিস্তান দুই দেশকেই কড়া বার্তা দিল ভারত।

Related Articles

Back to top button