ভুটানের জন্য উপহার ভারতের, পাঠানো হল ১.৫ লক্ষ ডোজ কোভিশিল্ড

থিম্পু: কোভিশিল্ডের (Covishield) ১.৫ লক্ষ ডোজ ভুটানের (Bhutan) জন্য পাঠাল ভারত (India)। সূত্রের পাওয়া খবর, আজ, বুধবার (Wednesday) থিম্পু পৌঁছে যাবে কোভিশিল্ড৷ ভুটানই প্রথম দেশ যারা ভারতের থেকে করোনার ভ্যাকসিন (Corona…

Avatar

থিম্পু: কোভিশিল্ডের (Covishield) ১.৫ লক্ষ ডোজ ভুটানের (Bhutan) জন্য পাঠাল ভারত (India)। সূত্রের পাওয়া খবর, আজ, বুধবার (Wednesday) থিম্পু পৌঁছে যাবে কোভিশিল্ড৷ ভুটানই প্রথম দেশ যারা ভারতের থেকে করোনার ভ্যাকসিন (Corona Vaccine) পেল৷ আজ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai International Airport) থেকে ভুটানের থিম্পুর উদ্দেশ্য রওনা করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবারই থিম্পু পৌঁছে যাবে কোভিশিল্ড ৷ ভুটানই প্রথম দেশে যারা ভারতের থেকে করোনার ভ্যাকসিন পেল ৷ এর পাশাপাশি কোভিড -১৯ বিধিনিষেধ সত্ত্বেও ভুটানকে ক্রমাগত বাণিজ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ এখনও পর্যন্ত ভারত দরকারি ওষুধ যেমন প্যারাসিটামল ও অন্যান্য চিকিৎসার সামগ্রী যেমন PPEs, N95 masks, এক্স রে মেশিন ও ২.৮ কোটি টাকার টেস্ট কিট ভুটানে পাঠিয়েছে ৷

ভারতের বিভিন্ন অঞ্চলে আটকা পড়া ২ হাজারেরও বেশি ভুটান নাগরিককে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় ।ভারতের বন্দে ভারত বিমানের মাধ্যমে তৃতীয় দেশগুলিতে আটকা পড়া ১৪ টি ভুটান নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয় ৷

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ‘দীর্ঘদিন ধরে বিশ্বের স্বাস্থ্যজনিত প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে অংশীদারিত্ব হতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছে ভারত।আগামিকাল থেকে বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। আগামিদিনেও সেই প্রক্রিয়া চলবে।’

About Author