বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরে সারা দেশ জুড়ে অশান্তির ছবি। সংখ্যালঘুদের উপর দমন পীড়নের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই উদ্যোগী হয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যদি কোন আক্রমণ হয়, ভারত সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই ইস্যুতে দুই দেশের মধ্যে প্রতিক্রিয়া এবং কথা চালাচালির ফলে প্রভাব পড়েছে বৈদেশিক সম্পর্কে।
তার মধ্যেই এবার বৃহস্পতিবার পূর্ব রেলের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে ৩৬টি নতুন রেল ওয়াগন। চুক্তি মোতাবেক এই সমস্ত ওয়াগণ বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত সরকার। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেছেন, “একটি বেসরকারি সংস্থার সঙ্গে বাংলাদেশের এই ওয়াগণ নিয়ে চুক্তি হয়েছিল। সেই অনুযায়ী ৩৬ টি ওয়াগণ পাঠানো হয়েছে বাংলাদেশে।”
বাংলাদেশে অশান্তির জন্য প্রভাবিত হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দুই দেশের যাত্রীবাহী ট্রেন চলাচলও। কবে সব স্বাভাবিক হবে সেই আশাতেই দিন গুনছে মানুষ।