‘উচিত জবাব পাবে ভারত’, ভারতকে হুশিয়ারী দিল পাক প্রধানমন্ত্রী ইমরান খান
“উচিত জবাব পাবে ভারত”- টুইটারে এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এখন কাশ্মীর নিয়ে তারা কোনোরকম মাথা ব্যথা করতে চাননা বরং পশ্চিমী দেশগুলির বানিজ্যের দিকে তাদের বেশি আগ্রহ, এমনটাই জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বৃহস্পতিবার কাশ্মীর প্রসঙ্গে রাস্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার তোলার চেষ্টা করেছিল চিন, কিন্তু অন্যান্য সদস্যদের আপত্তির ফলে তা বাতিল হয়।
ওইদিন এক জার্মান চ্যানেলকে পাক প্রধানমন্ত্রী বলেন, তারা এখন ভারতের কাশ্মীর রাজ্য নিয়ে মাথা ঘামাতে চায় না। বরং পশ্চিমী দেশগুলির বানিজ্যিক স্বার্থ এখন অনেক বেশি জরুরি বলে তিনি মনে করেন। এছাড়া তিনি এদিন টুইটারে বলেন, ভারতের সেনা বর্ডার সীমানা অতিক্রম করে তাদের দেশের সীমানার মধ্যে ঢুকে হামলা চালাচ্ছে যার ফলে ওই হামলার স্বীকার হতে হচ্ছে সেখানকার সাধারণ মানুষদের। তাই এই বিষয় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিসদের ভারতকে সাবধান করা উচিত যাতে তারা এই বিষয় আগামীতে সতর্ক থাকে।
আরও পড়ুন : ‘যারা বন্দে মাতরম বলবে না, তাদের ভারতে বাস করার কোন অধিকার নেই’ : কেন্দ্রীয় মন্ত্রী
আবারও এদিন ৩৭০ বিলোপ নিয়ে এবং কাশ্মীর রাজ্যকে বিশেষ রাজ্যের সুবিধা থেকে বঞ্চিত করার জন্য মোদী সরকারকে তোপ দাগলেন পাক প্রধানমন্ত্রী। এরপর তিনি বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতা রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু আরএসএস মতাদর্শের কারনে ভারত সেই প্রস্তাব গ্রহন করছে না।