Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৈন্য পাঠিয়ে পাকিস্তানের সাথে এই কাজটি করতে চায় ভারত! বিশ্ব দুনিয়ায় তোলপাড়

Updated :  Tuesday, October 15, 2019 1:08 PM

জঙ্গি দমনে পাকিস্তানের অনীহা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বারবার সরব হয়েছে ভারত। কাশ্মীরে অশান্তির জন্য পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের ব্যবহার করা হয়, ভারতের তরফে এ অভিযোগ বহুদিনের। তবে এবার সন্ত্রাস দমনে পাকিস্তানকে আরও আন্তরিক হওয়ার আবেদন জানালো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুধু তাই নয়, প্রয়োজনে সেনা পাঠিয়ে তাদের সাহায্য করার কথাও এদিন ঘোষণা করেন তিনি।

হরিয়ানার বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে এক নির্বাচনী সভা থেকে এদিন পাকিস্তানকে বেনজির ভাবে কটাক্ষ করেন রাজনাথ সিং। তিনি বলেন, পাক প্রধানমন্ত্রী সারা বিশ্বে শান্তির বাণী বিতরণ করে বেড়াচ্ছেন। অথচ উনার নিজের দেশই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। সন্ত্রাস দমনে পাকিস্তানকে সদর্থক ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।

একই সাথে কটাক্ষ করে বলেন, পাকিস্তান চাইলে ভারত সে দেশে সেনা পাঠিয়ে সন্ত্রাস দমনে সাহায্য করতেও রাজি আছে। শুধু কটাক্ষ করেই থেমে থাকেননি তিনি, ইমরান খানকে হুঁশিয়ারিও দেন এদিন। তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে তাহলে তাদের জন্য আরও বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে।