২০২০ সালে বেতন বৃদ্ধিতে এশিয়ায় প্রথম হবে ভারত, জানালো সমীক্ষা
দেশের অর্থনীতির হাল এই মুহূর্তে সবচেয়ে খারাপ। জিডিপি বৃদ্ধির হার নেমে গিয়েছে পাঁচ শতাংশেরও নীচে। চরম বেড়েছে মুদ্রাস্ফীতি। কিন্তু এই পরিস্থিতিতেও একটি সমীক্ষা জানাচ্ছে ২০২০ যে ভারতে বেতন বৃদ্ধি হবে ৯.২ শতাংশ। কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্ট নামে একটি সংস্থা এমনটাই জানিয়েছে।
তাদের সমীক্ষায় বলা হয়েছে, গত বছর ভারতে এই বেতন বৃদ্ধির পরিমাণ ছিল ১০ শতাংশ। এবার কিছুটা কমে ৯.২ শতাংশ। কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ার জন্যে প্রকৃত মজুরি বৃদ্ধি হবে ৫.১ শতাংশ। এই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, এই বেতন বৃদ্ধির হারে চীন, জাপানের মতো দেশ গুলিকে ছাড়িয়ে ভারতই এশিয়ায় প্রথম হবে।
এই রিপোর্টে আরও বলা হয়েছে, পৃথিবী জুড়ে ২০২০ সালে বেতন বৃদ্ধির পরিমান হবে ৪.৯ শতাংশ। কিন্তু এর সাথে মুদ্রাস্ফীতির পরিমাণও বাড়বে ২.৮ শতাংশ, ফলে প্রকৃত মজুরি বৃদ্ধি দাঁড়াবে ২.১ শতাংশে। ২০২০ সালে এশিয়াতে গড় বেতন বৃদ্ধির পরিমাণ হবে ৫.৩ শতাংশ, সাথে সাথে ২.২ শতাংশ মুদ্রাস্ফীতি হওয়ায় এশিয়াতে প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে ৩.১ শতাংশ। সেই তুলনায় ভারতে যে অনেকটাই বেশি বৃদ্ধি পাবে প্রকৃত মজুরি।