Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অক্সিজেন ঘাটতির সমাধান! জার্মানি থেকে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট আনছে ভারতীয় বায়ুসেনা

Updated :  Saturday, April 24, 2021 4:21 PM

করোনা ভাইরাস সংক্রমণ দেশে প্রতিদিন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও আবারও ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মারণব্যাধি। এপ্রিল মাসের শেষের দিকে এখন দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখের গণ্ডি অতিক্রম করেছে। নতুন মিউট্যান্ট স্ট্রেনে সংক্রমণের মাত্রা এবং মৃত্যুহার লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় ভারতের বেশিরভাগ রাজ্যে বেড পাওয়া যাচ্ছে না এবং অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। অক্সিজেনের অভাবে প্রায় রোগীমৃত্যুর খবর সামনে আসছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী।

তবে ভারতে অক্সিজেনের আকালের সময় পাশে দাঁড়ালো জার্মানি। দেশের চলমান সঙ্কটের দিনে জার্মানি থেকে এবার কেন্দ্র সরকার অক্সিজেন প্ল্যান্ট আমদানি করছে। ভারতীয় বায়ুসেনা জার্মানি থেকে মোট ২৩ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট এয়ারলিফট করে দেশে নিয়ে আসবে। জানা গিয়েছে জার্মানি থেকে আমদানি করা এই অক্সিজেন জেনারেশন প্ল্যান্টগুলি প্রত্যেকটি প্রতি মিনিটে ৪০ লিটার অক্সিজেন তৈরি করতে পারবে। বর্তমানে গোটা দেশে ৭ হাজার মেট্রিকটন অক্সিজেন উৎপাদিত হয়। তাতে ঠিকমত চাহিদা পূরণ করা যাচ্ছে না। তাই জার্মানি থেকে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট আনা হচ্ছে যার সাহায্যে প্রতি মিনিটে ৪০ লিটার প্রতি ঘন্টায় প্রতি প্ল্যান্ট থেকে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন তৈরি হবে। আশা করা যায় এরপর গোটা দেশ অক্সিজেনের ঘাটতি কিছুটা হলেও কমবে। জানা গেছে আগামী ৬-৭ দিনের মধ্যেই ভারতের পৌঁছে যাবে ওই অক্সিজেন প্ল্যান্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বর্তমানে করোনা আক্রান্তের পরিসংখ্যান সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। আক্রান্তের পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গতকাল ভারত রেকর্ড মৃত্যুর সংখ্যা দেখেছে। ২৪ ঘন্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। দেশের পাশাপাশি রাজ্যতেও করোনা আক্রান্ত ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৭৬ জন।