শ্রীনগর: একদিকে যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরিস্থিতি অব্যাহত, ঠিক তখন জম্মু-কাশ্মীরে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। কখনও পুলওয়ামা, তো কখনো পুঞ্চ সেক্টর। একের পর এক সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনে ভারতীয় সেনাবাহিনীর নিশানায় আসছে পাক জঙ্গিরা। আর এবার আরও একবার শ্রীনগরের কুলগামে হল সেনা-জঙ্গির লড়াই। এই ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি।
জানা গিয়েছে, কুলগামের দেরাদুনে নিরাপত্তারক্ষী, পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ সংঘর্ষের মাঝে দু’জন জঙ্গি পুলিশের কাছে আত্মসম্পর্ণ করে৷ তাদের কাছ থেকে দুটি পিস্তল, গুলি ও বারুদ পাওয়া গিয়েছে৷ কাশ্মীর জোন পুলিশের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
গোটা এলাকা তল্লাশি চালানো হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। আপাতত ইন্টারনেট পরিষেবা করা হয়েছে সেখানে। পাকিস্তান কেন বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে, তা খতিয়ে দেখছে ভারতীয় সেনা. এর পেছনে চিনের মদত রয়েছে কিনা, তা নিয়েও ভারতের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ, এমনটা বলাই যায়।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’