শ্রীনগর: সারা দেশের পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপিত হল কাশ্মীরের (Kashmir) নিয়ন্ত্রণ রেখায়। প্রজাতন্ত্র দিবসে এলওসি-র (LOC) বেশ কিছু ফরওয়ার্ড পোস্টে পতাকা উত্তোলন করে সেনাবাহিনী (Indian Army)।
তবে যে কোনওরকম নাশকতামূলক কার্যকলাপ এড়াতে অতন্দ্র প্রহরার রয়েছেন সেনাবাহিনীর জওয়ানরা। এই দিনে পাকিস্তানের তরফে কোনওরকম সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন বা অনুপ্রবেশের চেষ্টার মোকাবিলায় ইতিমধ্যেই নিয়ন্ত্রণ রেখায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
অন্যদিকে, উত্তর কাশ্মীরের বান্দিপুরায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হতে দেখা গেল সাধারণ মানুষদের। শিশু ও যুব সম্প্রদায়ের পাশাপাশি বয়স্করাও উদযাপন করেন প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলনের সঙ্গে জাতীয় সঙ্গীতেও গলা মেলান তারা। সবমিলিয়ে তীব্র ঠান্ডার মধ্যে উপত্যকার পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’