ভারতীয় সেনাবাহিনী লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত ছ’টি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়োর দখল নিয়েছে৷ চিনের আগেই এবার সেখানে পৌঁছতে সক্ষম হয়েছেন ভারতীয় জওয়ানরা৷ এই প্রসঙ্গে, সরকারের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “গত ২৯ অগাস্ট থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ছটি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়োর দখল নিয়ে নিয়ে ভারতীয় সেনাবাহিনী৷
যে পাহাড়চূড়োগুলি আমাদের বাহিনী দখলে নিয়েছে তার মধ্যে রয়েছে, মগর হিল, গুরুং হিল, রেচেন লা, রেজাং লা, মোখপরি এবং ফিঙ্কার ফোরের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ পাহাড় চূড়ো”। শোনা গিয়েছে চিনের সেনাবাহিনীরা এই পাহাড় চূড়োগুলি দখল করলে সহজেই ভারতীয় সেনার গতিবিধির উপরে নজরদারি চালাতে পারত কিন্তু সেই সকল প্ল্যান ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা৷
এমনকি যে ছয় টি পাহাড় চূড়োর কথা বলা হচ্ছে, সেগুলি নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডেই অবস্থিত। এমনকি ভারতীয় সেনারা এই পাহাড় চূড়োগুলি দখল করার পরেই চিন রেজাং লা এবং রেচেন লা র কাছাকাছি তিন হাজার অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। প্রসঙ্গত, কিছুদিন আগে প্যাংগংয়ের উত্তরের এলাকা মোট ৮টি জায়গা রয়েছে সেখানে ফিঙ্গার ৮ পর্যন্ত এতদিন টহল দিত ভারত।
আর এখন ফিঙ্গার ফাইভ পর্যন্ত এগিয়ে এসে ভারতীয় বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে চিন। সেপ্টেম্বরের প্রথম দিকে প্যাংগং লেকের উত্তরে ভারত চিন দুপক্ষই ১০০-২০০ রাউন্ড ওয়ার্নিং শর্ট ছুড়েছিল। জানা গিয়েছে এর আগে গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের সময়ে রাইফেল ও বর্শার মতো অস্ত্র ব্যবহার করেছিল চিনা সেনা।কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক গুরুত্বপূর্ণ জায়গার দখল নিয়েছে ভারতীয় সেনা। কিন্তু সেখানে এখনো প্রবেশ নিতে পারেনি চিন।