দেশনিউজ

সাধারন নাগরিকদের জন্য ৩ বছর কাজ করার সুযোগ, নতুন ভাবনা ভারতীয় সেনার

Advertisement

দেশের সেনাবাহিনীতে কাজ করার স্বপ্ন থাকে অনেকের। এবার সেই স্বপ্নপূরণ হতে চলেছে। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে দেশের সাধারণ নাগরিকেরা তিন বছরের জন্য সেনা বাহিনীতে কাজ করতে পারবেন। ভারতীয় সেনা এই ক্ষেত্রে ‘ট্যুর অফ ডিউটি’র পরিকল্পনা করছে। খুব শীঘ্রই এই প্রকল্প শুরু হবে বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, এই প্রকল্পে ১০০ জন অফিসার ও ১ হাজার জওয়ানকে নিযুক্ত করা হবে। এই প্রকল্প সফলতা পেলে আবার তিন বছরের জন্য সেনাতে যুক্ত করানো হবে। এক্ষেত্রে নিযুক্ত সেনাদের তিন বছর পর পেনশন না দিলেও এককালীন টাকা দেওয়া হবে। আর এই সময় যদি কোনো জওয়ান শহীদ হন তাহলে সেনার জওয়ানদের জন্য যা যা সুবিধা থাকে সেটাই পাবেন শহীদের পরিবার।

ইজরায়েলের মতোই ভারতের এই সেনাবাহিনীতে যোগদানের প্রকল্প শুরু হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইজরায়েলে ১৮ বছর হয়ে গেলেই সমস্ত নাগরিকদের বেশকিছুটা সময় সেনায় যোগদান বাধ্যতামূলক করা হয়। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে জানিয়েছেন যে দেশের তরুণরা সেনায় যোগ দেবার জন্য খুব আগ্রহী। সেনাদের জীবন কেমন হয় তা তরুণরা জানতে চায়। এটা পুরোপুরি কেরিয়ার হিসাবে না হলেও এই বিশেষ অভিজ্ঞতা রপ্ত করতে চায় তরুণরা। তাই এই সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Related Articles

Back to top button