Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের উত্তপ্ত ইন্দো-চিন সীমান্ত! নাকুলায় চিনা অনুপ্রবেশকারীদের আটকাল ভারতীয় সেনা

Updated :  Monday, January 25, 2021 4:35 PM

নাকুলা: ফের উত্তপ্ত হলো ইন্দো চিন সীমান্ত (Indo-China Border)। নাকুলায় ভারত (India) ও চিনের (China) সেনার মধ্যে ফের সংঘর্ষ আহত হয়েছে দুই পক্ষের জওয়ানরাই। জানা গিয়েছে, ২০ জন চিনা সেনা ও চারজন ভারতীয় সেনা (Indian Army) আহত হয়েছে। ২০ জানুয়ারি (January) সিকিমের (Sikim) নাকুলায় চিনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সেনা।

এর আগে গত বছর মে মাসে ভারত ও চিনা জওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। তাতে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। তারপর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি উত্তপ্ত। ওই ঘটনার পর দুই দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, যে কোনও মুহূর্তে যুদ্ধ লাগার আশঙ্কা তৈরি হয়। একাধিক বৈঠকেও সমাধান সূত্র মেলেনি।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনা সেনার দিকে তারা এখনও নজর রেখেছে। এরপরও তারা কোনওরকম কাণ্ড ঘটানোর চেষ্টা করলে একইভাবে প্রতিহত করা হবে। সিকিমের নাকুলা সীমান্তে এখন আবহাওয়া প্রতিকূল। তবুও প্রতিটি পয়েন্টে সেনা সংখ্যা বাড়িয়েছে ইন্ডিয়ান আর্মি।

উল্লেখ্য, রবিবার সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে দুই দেশের সেনা আধিকারিক বৈঠক করে। গভীর রাত পর্যন্ত বৈঠক করেও ফলপ্রসূ হয়নি। বৈঠকে ভারতীয় সেনার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে ডি-এক্সেলেশন প্রক্রিয়া চিনকে এগোতে হবে। এছাড়া বেশ কিছু এলাকায় ডিসএনগেজমেন্ট-এর প্রস্তাবও দিয়েছে ভারতীয় সেনা। পূর্ব লাদাখ থেকে নিজেদের ১০ হাজার সেনা সরিয়েছে চিন। কিন্তু নাকুলা পাস দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে তারা।