ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ধর্মের উল্লেখ করতে হবে না : অর্থ সচিব

Advertisement

শনিবার অর্থদপ্তরের আধিকারিক রাজিব কুমার ঘোষণা করলেন, ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যে ধর্ম উল্লেখ করার প্রয়োজন নেই।

আজ একটি টুইটে তিনি বলেন, “ভারতীয় নাগরিকদের নিজের ব্যাংক খোলার বা KYC -র জন্য ধর্ম উল্লেখ করার কোনও প্রয়োজন নেই। ব্যাঙ্কের কোনো পদক্ষেপ সম্পর্কে গুজব ছড়াবেন না।”

এই টুইটের উত্তরে চয়ন নামের এক ব্যাক্তি, একটি নতুন অ্যাকাউন্ট খোলার ফর্মের একটি ছবি দিয়ে বলেন সেখানে ধর্ম উল্লেখ করার জায়গা রয়েছে।তার কোনো ধারণা নেই সেই ঘরটি বাধ্যতামূলক কিনা বা ফাঁকা রাখা যাবে কিনা।

আরও পড়ুন : ২০২৪ সালের মধ্যে ভারতের অর্থনীতি শক্তিশালী, পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনযোগ্য : নরেন্দ্র মোদী

প্রকাশ হওয়া রিপোর্টে জানা গেছে যে, শীঘ্রই ব্যাংকগুলি ‘গ্রাহককে জানুন’ ফর্মগুলিতে একটি নতুন কলাম চালু করতে পারে যেখানে গ্রাহকদের তাদের ধর্মের উল্লেখ করতে হবে। এর পেছনের কারণটি হল ফেমা আইনে কিছু সাম্প্রতিক পরিবর্তন।

তবে অর্থসচিব এটি অস্বীকার করে বলেন ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ধর্ম উল্লেখ করতে হবে না এবং অযথা গুজব না ছড়াতে।

Related Articles

Back to top button