Viral Videos: “আয় বৃষ্টি ঝেঁপে” গানে তরুণীর মোহনীয় নাচ, ভিডিও দেখে প্রশংসা নেটিজেনদের

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটি মানুষ ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। বিশেষ করে এই তালিকার লাইনটি আরও দীর্ঘ করেছেন ভারতের তরুণ-তরুণীরা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হলেও তরুণীদের সাহসী ডান্সের ভিডিও একটু বেশিই জনপ্রিয় হয়ে ওঠে। যদি সেই ভিডিওটি আবার সাহসী ডান্সের হয়, তবে কোনো কথাই নেই। উপচে পড়া ভিড় জমে যায় ভিডিওটির লিংকে। মুহূর্তের মধ্যে অর্জন করে নেয় লাখ লাখ ভিউস।

মোহনীয় নাচের ভিডিও ভাইরাল

তবে সাহসী ডান্সের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু নাচের ভিডিও বিগত কয়েক বছরে ভাইরাল হয়েছে, যেগুলি দেখে মনের প্রশান্তি অনুভব করেছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ঠিক তেমন ধরনের একটি মনোমুগ্ধকর নাচের ভিডিও নিয়ে এসেছি। যেটি দেখতে হলে প্রাইভেসি নয় বরং পরিবারের সামনে বসে উপভোগ করতে পারবেন আপনারা।

ভাইরাল হচ্ছে এই নাচের ভিডিও

ইন্টারনেটের সৌজন্যে বাঙালি তরুণী শ্রীতমা বৈদ্য আজ কারোর অজানা নয়। বিগত কয়েক মাসে তার একাধিক মনোমুগ্ধকর নাচের ভিডিও ট্রেন্ড হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে “আয় বৃষ্টি ঝেঁপে” গানে বাঙালি তরুণীর মোহনীয় নাচের ভিডিও ফের ভাইরাল হচ্ছে ইন্টারনেটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রাম্য পরিবেশে গ্রাম্য নারীর মত শাড়ি পড়ে নয়নাভিরাম ভঙ্গিতে নাচ করছেন ওই তরুণী। ভিডিওটি দেখার পর একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”তোমারকে অপূর্ব লাগছে”। অন্য একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”অপূর্ব”।

 

View this post on Instagram

 

A post shared by Sreetama Baidya (@sreetama_baidya_)