ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ভারতীয় যুবতী। জনপ্রিয় হিন্দি গানে অবিশ্বাস্য অঙ্গভঙ্গিতে সাহসী ডান্স করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন সানি নামের এক তরুণী। এই প্রথমবার নয় যে ভারতীয় যুবতীরা সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছেন। ইতিপূর্বে সোফিয়া আনসারী, এঞ্জেল রাই, ববিতা শেরার মতো একাধিক ভারতীয় যুবতীরা নিজেদের চরম সাহসিকতা দেখিয়ে বারবার সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করেছেন। তার ধারাবাহিকতা বজায় রেখে এবার বছর কুড়ির এক যুবতী সোশ্যাল মিডিয়ায় এসে ঘাম ঝরালেন বৃদ্ধদের।
মূলত ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বিগত কয়েক বছরে বিনোদন জগতে বলিউডের আধিপত্য কমেছে চোখে পড়ার মতো। হাতেগোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি একাধিক সাধারণ মানুষ আজ সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। বর্তমানে ডিজিটাল প্লাটফর্মে এমন একাধিক ভারতীয় যুবতীরা রয়েছেন, যাদের ফলোয়ার্স সংখ্যা বলিউডের তারকা অভিনেত্রীদের চেয়েও বেশি।
এমনকি এই সমস্ত যুবতীদের সাহসী ডান্সের ভিডিওগুলি চোখের পলকে কোটি কোটি ভিউস অর্জন করে নেয়। করোনা মহামারির পরবর্তী সময়ে ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে বিনোদন জগতে যুক্ত হয়েছে সাহসী ডান্সের ভিডিও। ফলে সেলিব্রেটি হয়ে ওঠার জন্য ভারতীয় যুবতীরা সাহসিকতার সর্বোচ্চ সীমা অতিক্রম করতেও দ্বিধাবোধ করছেন না।
আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে সাহসী ভিডিওটি নিয়ে এসেছি। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে ভারতীয় এক যুবতীকে জনপ্রিয় হিন্দি গানে অবিশ্বাস্য অঙ্গভঙ্গিতে নাচ করতে দেখা গেছে।”গোরিয়া নে পাগল মুঝে কিয়া” গানে অগোছালো শাড়িতে নেটিজেনদের জন্য নিজের যৌবন উপহার দিতে দেখা গেছে ওই যুবতীকে। এমনকি শাড়ির আঁচল সরিয়ে প্রকাশ্যে হৃদয় দেখাতেও দেখা গেছে ওই তরুণীকে। দেখুন ইন্টারনেটে ভাইরাল এই ভিডিওটি-