সোশ্যাল মিডিয়াতে আজকাল ভাইরাল হওয়া খুব একটা কঠিন বিষয় নয়। এখনকার দিনে যদি আপনার কাছে কোন ট্যালেন্ট থাকে তাহলে আপনি সেই ট্যালেন্ট সোশ্যাল মিডিয়াতে প্রদর্শন করে খুব সহজে সকলের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারবেন। এখনকার দিনে ভাইরাল বিষয়টা খুব একটা সহজ বিষয় হয়ে উঠেছে এবং প্রত্যেক মানুষ এখন জনপ্রিয়তার শীর্ষে থাকতে চান। বর্তমানে ভারতের বহু মানুষ এখন সোশ্যাল মিডিয়ার দৌলাতে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন। শুধুমাত্র জনপ্রিয়তা বললে ভুল হবে, এখন কিন্তু অনেকে ছবিতে পর্যন্ত চান্স পেয়ে যান শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আছে বলে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া একজন instagram প্রভাবীর নতুন সিনেমা লাপাতা লেডিস জনপ্রিয়তা পেয়েছে বক্স অফিসে। ফলে বলা যেতে পারে আজকাল সোশ্যাল মিডিয়া খুব একটা ছোট বিষয় নয়।
তবে সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি ভাইরাল যেটা হয় সেটা হল কমেডি ভিডিও এবং নাচের ভিডিও। যারা ভালো নাচ করতে পারেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়ে থাকেন। সেরকমই এক বাঙালি নৃত্যশিল্পীর নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। Instagram প্লাটফর্মে এখন তিনি রীতিমতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তার রবীন্দ্র নৃত্যের কারণে। তার এই নাচের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাদের জানিয়ে রাখি এই শিল্পীর নাম হলো রিম্পা। সম্প্রতি তার একটি নতুন রবীন্দ্রনৃত্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ভিডিওতে তিনি বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীতের উপরে দুর্দান্ত নাচ করছেন। তার পরনে রয়েছে একেবারে সঠিক রবীন্দ্র নৃত্যের পোশাক। এমবি পড়েছেন একটি আটপৌরে সবুজ রঙের শাড়ি এবং তার সঙ্গে রয়েছে লাল ফুল হাত ব্লাউজ। এই পোশাকে তিনি নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় গানের সঙ্গে দুরন্ত নাচ করেছেন। এই নাচের ভিডিওটি instagram-এ বেশ পছন্দ হয়েছে মানুষজনের। অনেকেই তার কাছ থেকে এই নাচের স্টেপ শেখানোরও দাবি রেখেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভিডিওটি।