‘চুনারী চুনারী..’ গানে এমন ঝুমকা দিলেন এই সুন্দরী, ভুলে যাবেন সুস্মিতা সেনের পারফরমেন্স, রইল ভিডিও

৯০ দশকের অন্যতম জনপ্রিয় গান 'চুনারী চুনারী..' আজকের দিনেও সমান ভাবে জনপ্রিয় সে কথা বলে দিতে হয় না। সালমান খানের বিপরীতে সুস্মিতা সেনের দুর্দান্ত পারফরমেন্স গানটিকে স্মরণীয় করে রেখেছে। মূলত,…

Avatar

৯০ দশকের অন্যতম জনপ্রিয় গান ‘চুনারী চুনারী..’ আজকের দিনেও সমান ভাবে জনপ্রিয় সে কথা বলে দিতে হয় না। সালমান খানের বিপরীতে সুস্মিতা সেনের দুর্দান্ত পারফরমেন্স গানটিকে স্মরণীয় করে রেখেছে। মূলত, ৯০ দশকে বলিউডের যে কয়টি গান তীব্রভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল তার মধ্যে অভিজিৎ ভট্টাচার্য ও অনুরাধা শ্রীরামের এই গানটি ছিল অন্যতম। আর বর্তমানে ৯০ দশকে বলিউডে ভাইরাল হওয়া সমস্ত গানে পারফরম্যান্স করে নেট দুনিয়ায় ঝড় তুলছেন ভারতীয় যুবতিরা।

বিগত কয়েক বছর ধরে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ইন্টারনেটের জগতে ভাইরাল হচ্ছেন গ্রামের সাধারণ মানুষও। আর তাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও আপলোড করছেন অনেকেই। যার মধ্যে কিছু সংখ্যক ভিডিও মানুষের মনোরঞ্জনের পাশাপাশি রীতিমতো ভাইরাল হচ্ছে ইন্টারনেটে। আজ আমরা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, সেটিও ভাইরাল হওয়া ভিডিও গুলোর মধ্যে একটি। যেখানে একজন ২০ বছরের যুবতীকে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘বিবি নম্বার-১’ এর জনপ্রিয় গান তথা ‘চুনারী চুনারী..’-তে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গেছে।

বর্তমানে জনপ্রিয় ইন্টারনেট মাধ্যম তথা ইউটিউবে বিশেষভাবে ভাইরাল হয়েছে এই গানটি। যেখানে বছর কুড়ির এক তরুণীকে সুস্মিতা সেনের চরিত্রে জনপ্রিয় গানে ডান্স পরিবেশন করতে দেখা গেছে। ভিডিওটি সাত মাস আগে আপলোড করা হয়েছে ইউটিউবে। যা এখনও পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ উপভোগ করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ববিতা নামের এক সুন্দরী যুবতী হলুদ ড্রেসে বলিউডের এই অন্যতম জনপ্রিয় গানে নিখুঁত স্টেপে ডান্স করছেন। তাছাড়া তার মুখের দুষ্টু হাসি তরুণদের হৃদয়ের বিদ্ধ করতেও ছাড়েনি। উল্লেখ্য, অনেকেই ইউটিউবে তার নাচ দেখে রীতিমতো অবাক হয়েছেন এবং তার সাহসের প্রশংসাও করেছেন।