সুর-তাল-ছন্দ বোধহয় একেই বলে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া কয়েক মিনিটের একটি ভিডিও রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। পাহাড়ের কোলে সবুজ অরণ্যে ৫ ভারতীয় কন্যার পদচারনা দেখে বিস্মিত হয়েছেন নেট প্রেমীরা। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে প্রায়ই কোন না কোন ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে এই তালিকার সর্বাগ্রে থাকে ডান্স কিংবা পশু পাখিদের ভিডিও। সম্প্রতি তেমনই একটি ভিডিও দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের।
কয়েক মিনিটের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে শেয়ার করা হয়েছে। RF STUDIO নামক ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে ভিডিওটি। যেখানে এই একটি বাউল সঙ্গীতে পা মেলাতে দেখা গেছে ৫ ভারতীয় কন্যাকে। “ও দখিনা শন শন শন বহিল” শীর্ষক গানে ওই ৫ জন বালিকাকে একযোগে নাচতে দেখা গেছে। যেখানে তাদের প্রতিটি স্টেপ নিখুঁত ভাবে উপস্থাপন করতে দেখা গেছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩ লাখের বেশি মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি, ভিডিওটিতে প্রশংসা সূচক কমেন্ট করেছেন অনেকেই। পাশাপাশি, ভিডিওটি পছন্দ করেছেন কয়েক হাজার মানুষ।
আমরা আপনাদের বলে রাখি, বিগত কয়েক বছর ধরে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ইন্টারনেটের জগতে ভাইরাল হচ্ছেন গ্রামের সাধারণ মানুষও। আর তাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও আপলোড করছেন অনেকেই। যার মধ্যে কিছু সংখ্যক ভিডিও নেটিজেনদের কারণে ট্রেন্ডে পরিণত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film