সংবিধানের ৩৭০ ধারার বিলোপ ঘটিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল মোদী সরকার। ‘জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন-২০১৯’ এর আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে এই কাজ সম্পন্ন হয়েছিল। এবার ভারত সরকারের পক্ষ থেকে নতুন এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মানচিত্র প্রকাশ করা হলো। ভারতের মানচিত্রের মধ্যেই জম্মু ও কাশ্মীর এবং লাদাখের নকশা প্রস্তুত করেছে সার্ভে জেনারেল অফ ইন্ডিয়া।
ভারতের রাষ্ট্রপতি এই মানচিত্রে সম্মতি জানানোর পর আজ শনিবার সরকারের পক্ষ থেকে মানচিত্রটি সর্বসমক্ষে আনা হয়। যা তৈরীর কাজ সম্পূর্ণ হয়েছে গত ৩১ শে অক্টোবর ২০১৯-এ। মানচিত্র অনুযায়ী লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে থাকা দুটি জেলা হলো লেহ ও কার্গিল। লেহ ও কার্গিল জেলা বাদে বাকী অংশ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside