Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shikhar Dhawan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন শিখর ধাওয়ান, হতবাক ভারতীয় ক্রিকেটপ্রেমীরা

Updated :  Thursday, March 23, 2023 8:27 PM

বিগত কয়েক বছর ধরে ভারতীয় দল একজন ধ্বংসাত্মক ওপেনার খুঁজতে মরিয়া। একের পর এক ক্রিকেটারকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও বিধ্বংসী ওপেনার শিখর ধাওয়ানকে বরাবরই অবহেলা করে এসেছে বিসিসিআই। নিজের ফর্মের স্বর্ণ শিখরে থাকার শর্তেও একের পর এক সিরিজ থেকে মাঠের বাইয়ের রাস্তা দেখানো হয়েছে তাকে। দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীলংকার বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটলেও নিজেকে প্রমাণ করতে পারেননি শিখর ধাওয়ান। ফলশ্রুতিতে, জাতীয় দল থেকে একরকম প্রাপ্য সম্মান না পেয়েই অবসরের ইঙ্গিত দিয়েছেন ভারতের এই বিধ্বংসী ক্রিকেটার।
Shikhar Dhawan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন শিখর ধাওয়ান, হতবাক ভারতীয় ক্রিকেটপ্রেমীরা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে কয়েক সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছেন ভারতের এই বিধ্বংসী ওপেনার। আপনাদের জানিয়ে রাখি, জাতীয় দল থেকে অবহেলিত শিখর ধাওয়ান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের যে ভিডিও তিনি শেয়ার করেছেন, সেখানে তাকে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে খুব শীঘ্রই অবসর নিয়ে অভিনয় জগতে পদার্পণ করবেন তিনি।

আপনারা জানলে অবাক হবেন, ইতিমধ্যে বলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছেন শিখর ধাওয়ান। বছর খানেক আগে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে ‘ডাবল এক্সএল’ ছবিতেও দেখা গিয়েছিল ধাওয়ানকে। ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করার পাশাপাশি ডান্স করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে ইনস্টাগ্রামে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটি দেখে স্পষ্ট যে, ক্রিকেট থেকে অবসর নিয়ে খুব শীঘ্রই ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন শিখর ধাওয়ান।