আমেরিকায় ফুসফুস প্রতিস্থাপনে প্রাণ বাঁচালো এক তরুণীর, সৌজন্যে এক ভারতীয় চিকিৎসক
শ্রেয়া চ্যাটার্জি – ফুসফুস প্রতিস্থাপনের ক্ষেত্রে এক সফল অস্ত্রপ্রচার করলেন অঙ্কিত ভারত নামে এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক। অস্ত্রোপচার করে তিনি সফল হন। করোনা ভাইরাস প্রথমেই থাবা বসাচ্ছে ফুসফুসে। ফুসফুস কে এতটাই ক্ষতিগ্রস্থ করে দিচ্ছে যে তার জন্য রোগীর মৃত্যু হতে পারে। দিনে দিনে ক্রমাগত বেড়ে চলেছে করনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। মৃত্যুও হচ্ছে অগুনতি।
এরকম অবস্থায় এক অসাধারণ সাফল্যের কাজ করে দেখালেন আমেরিকায় অবস্থিত ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক। কুড়ি বছর বয়সী এক তরুণী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর ফলে তার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুস তার স্বাভাবিক কাজ করতে কিছুতেই পারছিল না। কিছুদিন ভেন্টিলেশনে রাখার পর চিকিৎসকরা ঠিক করেন তার ফুসফুস প্রতিস্থাপন করতে হবে। শিকাগোর নর্থ ওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল এ ঘটনাটি ঘটেছে।
এই হাসপাতালে সার্জিক্যাল ডিরেক্টর অঙ্কিত ভারত দায়িত্ব নেন এই তরুণীর ফুসফুস প্রতিস্থাপনের। মাত্র দু’দিনের মধ্যেই একজন রোগীর ফুসফুস পাওয়া যায়, এই তরুণীর জন্য। একেবারে হিসাব অনুযায়ী মিলে যায়, সব কিছু। সবকিছুই বোধ হয় ঈশ্বরের ইচ্ছা ছিল। কারণ এত তাড়াতাড়ি দাতা, গ্রহীতার ফুসফুসের সবকিছু মিলে যাওয়াটা বড় কঠিন। যাই হোক, সব মিলিয়ে অস্ত্রোপচার সফল হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে আমেরিকার মাটিতে জ্বলজ্বল করছে ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসক অঙ্কিত ভারতের নাম।