খেলাক্রিকেটভাইরাল & ভিডিও

Cricketer’s Wife: ভারতীয় ক্রিকেটারের স্ত্রীর সাথে লাখ-লাখ টাকার প্রতারণা, পেলেন প্রান নাশের হুমকি!

হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিক ধ্রুব পারিখ এবং কমলেশ পারিখ ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের স্ত্রীর নিকট থেকে ১০ লক্ষ টাকা নেন।

Advertisement

সোশ্যাল মিডিয়ার যুগে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ পেতেই রীতিমতো উৎসুক হয়ে উঠেছেন সাধারণ নেট প্রেমীরা। আপনাদের জানিয়ে রাখি, ভারতের ধারাবাহিক ক্রিকেটার দীপক চাহারের স্ত্রী জয়া ১০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। ইতিমধ্যে দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দীপক চাহারের পিতা। আসুন আমরা আপনাকে বলি, পুরো ঘটনা কি ঘটেছিল?

ঘটনাটি হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। জানা গেছে, হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিক ধ্রুব পারিখ এবং কমলেশ পারিখ ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের স্ত্রীর নিকট থেকে ১০ লক্ষ টাকা নেন। উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২২ সালে জয়ার সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন ওই দুই ক্রিকেট আধিকারিক। তবে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হলেও টাকা ফেরত দিচ্ছেন না ওই কর্মকর্তারা। টাকা তো দিচ্ছেন না, বরং গালাগালির পাশাপাশি জয়াকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই জয়ার শশুর তথা দীপক চাহারের বাবা লোকেন্দ্র চাহার আগ্রার হরিপর্বত থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। যেখানে ওই দুই কর্মকর্তার নামে লিখিত অভিযোগ করেছেন লোকেন্দ্র চাহার। এদিকে লিখিত অভিযোগ জমা পড়তেই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন হরিপর্বত থানার আধিকারিকরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই দেখতে না দেখতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

Related Articles

Back to top button