বিগত কয়েক বছরে ভারতীয় পোস্ট অফিসে কয়েক দফায় নিয়োগ পেয়েছেন হাজার হাজার বেকার যুবক-যুবতী। অল্প সময়ের মধ্যে পোস্ট অফিসে বিশাল শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া বর্তমানেও চলমানরত। এরই মধ্যে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে বড় খবর আসতে চলেছে সমস্ত ভারতবাসীর জন্য। খুব শীঘ্রই বিশাল অংকের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের করতে চলেছে পোস্ট অফিস। আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, কবে এবং কিভাবে পোস্ট অফিসের এই শূন্য পদে আবেদন করবেন-
আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, অক্টোবরের প্রথম সপ্তাহে ফের পোস্ট অফিসে কয়েক হাজার শুন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গোপন সূত্রের খবর অনুসারে, GDS, BPM সহ একাধিক পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দেখে নিন, এই পদে আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন-
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা–
১. পোস্ট অফিসের এই বিশেষ পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে ১০ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
২. আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
৩. আবেদনকারীকে ১০ম শ্রেণীতে অবশ্যই ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
৪. আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
কিভাবে আবেদন করবেন?
যদি আপনার মধ্যে ওপরে বর্ণিত সমস্ত যোগ্যতা থাকে, তবে খুব সহজেই আপনি ভারতীয় পোস্ট অফিসের এই বিশেষ পদে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে www.indiapostgdsonline.gov.in-এ গিয়ে সমস্ত তথ্য প্রদান করে আবেদন করতে হবে। যেখানে আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর উপলব্ধ করাতে হবে।
নিয়োগ প্রক্রিয়া-
ওপরের বর্ণিত সমস্ত কার্যক্রম সম্পন্ন হলে, ১০ম শ্রেণীর নম্বরের ভিত্তিতে একটি লিস্ট প্রকাশ করা হবে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে। যারা ১০ম শ্রেণীতে অধিক নম্বার পেয়েছেন তাদের নাম উল্লেখ থাকবে সেই লিস্টে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন করে নির্ধারিত পোস্ট অফিসে লিস্টে থাকা ওই ব্যক্তিকে নিয়োগ করবে ভারতীয় পোস্ট অফিস।