দেশজুড়ে এখন চাকরির অভাব। অনেক শিক্ষিত যুবক চাকরির অভাবের কারণে বেকার বসে রয়েছেন। তবে আজকের এই প্রতিবেদন তাদের মুশকিল আসান হবে। চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। এবার বিশাল শূন্যপদের নোটিশ দিল ইন্ডিয়ান পোস্ট অফিস। পোস্টাল ভেহিকেল সার্ভিস টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে পোস্ট অফিস। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সম্প্রতি পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট post.gov.in এ এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই চাকরির জন্য আপনাকে অফলাইন মোডে আবেদন করতে হবে। ২০ জুলাই থেকে শুরু হয়ে গেছে। আপনি ১৬ সেপ্টেম্বর বিকাল ৫ টা অব্দি নির্ধারিত ঠিকানায় এই আবেদনপত্র পাঠাতে পারবেন। এই পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। আর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তাই আবেদনকারীকে বোর্ডের মার্কশিট বা বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আবেদনকারীর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিকাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিগ্রি থাকতে হবে। এই চাকরির পদটি অসংরক্ষিত এবং অনেক প্রার্থীকে দিল্লির যেকোন জায়গায় কাজে দেয়া হবে।
সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া:
১) প্রথমে ভারতের ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
২) সেখানে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে এই নিয়োগের বিজ্ঞপ্তি থাকবে যা ডাউনলোড করে নিতে হবে
৩) বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য ধীরে ধীরে যাচাই করতে হবে
৪) এরপর আবেদন ফর্ম ফিলাপ করে তা ডাউনলোড করে নিতে হবে
৫) এরপর অনুরোধ করা নথির সাথে এই ফর্ম নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
C121, Naraina Industrial Area, Phase 1, New Delhi- 110028