আজকালকার দিনে চাকরির অভাব সব জায়গাতেই। অনেক যোগ্যতা থাকলেও নিজের জন্য পারফেক্ট চাকরি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে। তার ওপর যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের কাছে এই কাজ আরও কঠিন। তবে রয়েছে সুসংবাদ। এবার রেল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগের জন্য। পশ্চিম মধ্য রেলওয়ে সম্প্রতি শিক্ষানবিশ পদের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই WCR শিক্ষানবিশ নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে সকল যোগ্য প্রার্থীরা ইচ্ছুক তাদের শেষ তারিখের আগে নির্দিষ্ট ফরম্যাটে অনলাইনে আবেদন করতে হবে। ১০ পাস করলেই রেলওয়েতে চাকরি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ দিচ্ছে পশ্চিম মধ্য রেলওয়ে।
বিজ্ঞপ্তি অনুসারী জানা গিয়েছে, WCR শিক্ষানবিশ নিয়োগ ২০২২ এ মোট ২৫২১ টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগে আবেদন করার শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২২। আগ্রহী প্রার্থীদের শেষ তারিখের আগে ফর্ম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে প্রার্থীদের পশ্চিম মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in এ ভিজিট করতে হবে।
জানা গিয়েছে, প্রার্থীদের বয়স ১৫ বছরের কম এবং ২৪ বছরের বেশি হওয়া যাবে না। বয়স ১৭ নভেম্বর ২০২২ থেকে গণনা করা হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতার নিরিখে ১০+২ ব্যাটারির প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশসহ ১০ তম শ্রেণী পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST বা PWD বিভাগের প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতি:
- আবেদন করতে, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in এ যান
- এখানে Go To Contacts এ যান। এরপর রিক্রুটমেন্ট সেকশনে যান
- পরবর্তী ধাপে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে যান এবং সবশেষে 2022-23 এর জন্য অ্যাংগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসে ক্লিক করুন
- এখন Apply লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন
- পরবর্তী ধাপে আবেদনপত্র পূরণ করুন এবং নথি আপলোড করুন
- ফি জমা দিয়ে ফর্ম জমা দিন
- শেষ প্রিন্ট আউট নিন।