৩ দিন বাদেই ভারতের স্বাধীনতা দিবস, ১৫ আগস্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় মূল অনুষ্ঠান হবে। লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই কারণেই অনেক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। এর পাশাপাশি অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং অনেক ট্রেন রুট ডাইভার্ট করে চালানোর পরিকল্পনা রয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে 04413 এবং 04447 গাজিয়াবাদ-দিল্লি স্পেশাল এবং 04486 এবং 04940 দিল্লি-গাজিয়াবাদ স্পেশাল। এই চারটি ট্রেন ১৫ আগস্ট বাতিল করা হবে।
04091 খুর্জা-শাকুরবস্তি স্পেশাল এক্সপ্রেস এবং 04339 বুলন্দশহর-তিলক ব্রিজ স্পেশাল এক্সপ্রেস ১৫ আগস্ট সাহিবাদ-তিলক সেতু হয়ে চালানো হবে। এছাড়াও, 18102 জম্মু তাভি-টাটানগর মুড়ি এক্সপ্রেস, 15910 লালগড়-ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস এবং 04946 দিল্লি-গাজিয়াবাদ স্পেশাল রুটে থামানো হবে। 04404 সাহারানপুর – দিল্লি স্পেশালটি সময়সূচী শেষ না হওয়া পর্যন্ত গাজিয়াবাদ – দিল্লি শাহদারার মধ্যে নিয়ন্ত্রিত হবে৷ 04401 দিল্লি-শামলি-সাহারানপুর স্পেশাল ১৫ আগস্ট রওনা হবে 09.10 টায় দিল্লি ছাড়বে এবং শামলিতে শেষ হবে৷ ফেরার পথে, 04402 সাহারানপুর-দিল্লি স্পেশাল শামলি থেকে যাত্রা শুরু করবে। এই ট্রেনটি শামলি-সাহারানপুরের মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। 04288 দিল্লি-আলিগড় স্পেশাল ১৫ আগস্ট গাজিয়াবাদ থেকে যাত্রা শুরু করবে।
এছাড়াও এইদিন কিছু ট্রেনের সময়সূচি বদলে গেছে। 12038 দিল্লি জংশন-কোটদ্বার সিদ্ধাবলি জন শতাব্দী ০৯:০০ টায় ছাড়বে এবং 15484 দিল্লি জংশন আলিপুরদুয়ার সিকিম মহানন্দা এক্সপ্রেস ১৫ আগস্ট ০৮:৫০ টায় ছাড়বে৷ একইভাবে, 12225 আজমগড়-দিল্লি জন কাইফিয়াত এক্সপ্রেস ১৪ অগাস্ট ছাড়বে, আজমগড় থেকে ৯০ মিনিট দেরিতে। 14042 দেরাদুন-দিল্লি মুসৌরি এক্সপ্রেস ১৪ ই আগস্ট দেরাদুন থেকে ৭০ মিনিট দেরি করে ছাড়বে।