Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এসি কোচে যাত্রীদের এই কাজ নিয়ে বিরক্ত রেলওয়ে, এল নতুন নির্দেশিকা, না মানলে হবে বড় জরিমানা

Updated :  Wednesday, June 21, 2023 11:04 AM

ভারতের বুকে বিশাল নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের। দেশের এককোনা থেকে অন্যকোনায় পৌঁছাতে সাধারণ মানুষের ভরসা এই ট্রেন। অনেক মানুষ ভারতের এই রেল পরিষেবা ব্যবহার করেন। আপনি যদি প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য। রেলওয়ের তরফে এসি কোচে যাতায়াতকারীরা বিছানার চাদর, বালিশ, তোয়ালের মতো প্রয়োজনীয় জিনিসপত্র পান। তবে রেলওয়ের নজরে এসেছে যে প্রায়শই লোকেরা ভ্রমণের পরে এই জিনিসগুলি বাড়িতে নিয়ে চলে যান। এটা সম্পূর্ণ অবৈধ। এই আইটেমগুলি ট্রেন যাত্রার সময় আপনার সুবিধার জন্য সরবরাহ করা হয়। এটি বাড়িতে নিয়ে যাওয়া অবৈধ।

আপনাদের জানিয়ে রাখি, কোনো যাত্রীকে এমনটি করতে দেখা গেলে রেলওয়ের নিয়ম অনুযায়ী ত কে জেল বা জরিমানা করা হতে পারে। Railway Property Act 1966 অনুযায়ী আপনি যদি ট্রেনে রাখা কোনো জিনিস চুরি করেন বা নিয়ে যান, তাহলে প্রথম দফায় এক বছরের জেল বা ১,০০০ টাকা জরিমানা হতে পারে। দ্বিতীয়বার ধরা পড়লে দুই বছরের জেল ও ২,০০০ টাকা জরিমানা হতে পারে। কোনও ব্যক্তি বারবার এই কাজ করলে তাকে বড় জরিমানা এবং ৫ বছর পর্যন্ত জেল করা হতে পারে। আইপিসির ৩৭৮ এবং ৪০৩ ধারার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়।

তথ্যের নিরিখে আপনাদের জানিয়ে রাখি, গত চার মাসে ১২,৮৮৬ টি মুখ মোছার তোয়ালে চুরি হয়েছে, যার দাম ৫ লাখ ৫৯ হাজার টাকা। একই সময়ে এসি-তে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ৪ মাসে ১৮,২০৮ টি বেডশিট চুরি হয়েছে। এর দাম প্রায় ২৮ লাখ টাকা। এছাড়া ১৯,৬৭৬ টি বালিশের কভার চুরি হয়েছে যার দাম প্রায় ১০ লাখ টাকা, ২৭৯৬ টি কম্বলের দাম ১ লাখ টাকা। মোট চার মাসে রেলওয়ের ৫৫ লাখ ৯৭ হাজার ৪০৬ টাকার মালামাল চুরি হয়েছে। তাই এবার এই বিষয় নিয়ে কঠোর হওয়ায় সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।