Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railway: ট্রেনের এই বগিতে ভ্রমন করলে হবে বড় জরিমানা, হতে পারে জেলও, আগে থাকতেই হোন সাবধান

Updated :  Friday, May 19, 2023 12:03 PM

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। আসলে ভারতের বুকে রেললাইনের বিস্তৃতি বিশাল। তাই কম খরচে দেশের এককোনা থেকে অন্য প্রান্তে যেতে সাধারণ মানুষ ব্যবহার করে ভারতীয় রেলকেই। তবে এই রেলের এমন কিছু নিয়ম আছে, যা না জানলে বড় জরিমানা হতে পারে আপনার।

ভারতীয় রেলে ভ্রমন করার আগে রেলের নিয়ম সমন্ধে জেনে নেওয়া খুবই জরুরী। আপনি ট্রেনের নিয়মিত যাত্রী হলেও অনেক নিয়ম সমন্ধে হয়তো জানবেন না। বেশিরভাগ নিয়ম না মেনে চললে আপনার বড় জরিমানা হতে পারে। জরিমানার হাত থেকে বাঁচতে অবশ্যই রেলের প্রাথমিক সমস্ত নিয়ম আপনার জানা উচিত। আজকের এই প্রতিবেদনে এমনই এক নিয়ম আপনাদের জানাবো, যা অমান্য করলে জরিমানা, এমনকি কারাদণ্ড হতে পারে।

রেল ভ্রমণ মানেই আরামদায়ক ভ্রমণ, এ কথা সবাই জানে। তবে রেলওয়েতে এমন একটি কোচ রয়েছে যা যে কারও জন্য ভ্রমণকে ব্যয়বহুল করে তুলতে পারে। এই বিশেষ কোচে আপনি ভ্রমন করলে আপনার থেকে বড় অঙ্কের জরিমানা নেওয়া হবে। আসলে কোনো ব্যক্তি যদি প্যান্ট্রি কারে ভ্রমন করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার থেকে বড় জরিমানা নেওয়া হবে। এমনকি ওই ব্যক্তির জেলও হতে পারে। তবে গরম দুধ বা জলের মতো বিশেষ যেকোনো অর্ডারের জন্য প্যান্ট্রি কারে যেতে পারেন। কিন্তু এতে ভ্রমণ করা একেবারেই নিষিদ্ধ।