ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railway: টিকিট ক্যানসেল হলেও আপনাকে দিতে হবে পুরো টাকা, জানুন রেলওয়ের টাকা নিয়ে পুরো খেলা

ভারতীয় রেলওয়ে টিকিট ক্যানসেল হয়ে গেলেও আপনার কাছে টাকা পুরোপুরিভাবে ফেরত দেবে না

Advertisement

ট্রেনে ভ্রমনের ক্ষেত্রে সবাই আগে থেকেই টিকিট বুক করতে বেশি পছন্দ করেন। ট্রেনের টিকিট পাওয়া সব সময় সহজ নয়। অনেক সময় এমন হয়, যাত্রা শেষ মুহূর্তে আপনি টিকিট কাটতে পারলেন না। সেই জন্য আপনাকে অনেক আগে থেকে টিকিট কেটে রাখতে হয় আপনার যাত্রার জন্য। সেই কারণে অনলাইনে টিকিট বুকিং করার প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে। ভ্রমণের সময় টিকিট যেন অপেক্ষার তালিকায় না থাকে তার জন্য সবাই আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করেন। রেলের নিয়ম অনুযায়ী আপনার টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন না। বিশেষ করে অনলাইনে বুক করা টিকিট প্রায়শই ওয়েটিং লিস্টে চলে যায় এবং আপনি আপনার যাত্রা পূরণ করতে অক্ষম হন।

কিন্তু অনেক সময় এমন হয় আপনার টিকিট ওয়েটিং লিস্টে রয়ে গেল এবং পরবর্তীকালে আপনি যাত্রা করলেন না। কিন্তু তবুও পরে আপনার কাছ থেকে চার্জ গ্রহণ করে ভারতীয় রেল। আপনার টিকিট যদি ওয়েটিং লিস্টে থেকে যায় এবং যাত্রা শুরুর সময় পর্যন্ত আপনি টিকিট না পান তাহলে আপনার টিকিট ক্যানসেল করে দেওয়া হয়। কিন্তু অনেক সময় এমন হয় টিকিট ক্যানসেল করার জন্য আপনার কাছ থেকে চার্জ গ্রহণ করা হয়। যদিও টিকিট ক্যানসেল করার চার্জ আপনার কাছ থেকে গ্রহণ করার পরেও, বাকি টাকা আপনার একাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে আপনার জেনে রাখা উচিত টিকিট ক্যানসেল করার জন্য আপনার টিকিট থেকে কত টাকা কাটা হবে। তাহলে চলুন এবারে সেটাই জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

আপনাদের জানিয়ে রাখি রেলওয়ে দ্বারা তৈরি করার নিয়ম অনুসারে যদি আপনি অনলাইনে টিকিট করেন তাহলে, যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে তাহলে টিকিট ক্যানসেল করার জন্য ৬০ থেকে ৬৫ টাকা ক্যান্সেল চার্জ নেওয়া হয়। যদি আপনার টিকিট, টিকিট উইন্ডো থেকে কাটা হয় এবং সেই টিকিট ওয়েটিং লিস্ট থেকে যায় তাহলে ট্রেন ছাড়া ৩০ মিনিট আগে আপনি নিজের টিকিট ক্যানসেল করতে পারেন। তবে সেক্ষেত্রে ভারতীয় রেল শুধুমাত্র আপনাকে জিএসটি চার্জ করে এবং বাকি টাকা আপনাকে ফেরত দিয়ে দেয়। এই নিয়ম ফাস্ট এসি সেকেন্ড এসি এবং স্লিপার ক্লাসের টিকিটের উপরে লাগু হবে। তবে যদি আপনি অনলাইনে টিকিট কাটেন আইআরসিটিসি ওয়েবসাইট থেকে, তাহলে টিকিট ক্যানসেল হবার চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার একাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে।

যদিও কনফার্ম টিকিট ক্যানসেল করার ক্ষেত্রে আপনাকে বেশি টাকা দিতে হবে। যদি আপনি কনফার্ম টিকিট যাত্রা শুরুর আগের ৪৮ ঘন্টার মধ্যে ক্যানসেল করেন তাহলে ফার্স্ট ক্লাস এসির জন্য ২৪০ টাকা আপনাকে ক্যান্সেলিং ফি দিতে হবে। অন্যদিকে, সেকেন্ড এসির জন্য দিতে হবে ২১০ টাকা, থার্ড এসির জন্য দিতে হবে ১৯০ টাকা এবং স্লিপারের জন্য দিতে হবে ১২০ টাকা। কিন্তু যদি ট্রেন যাত্রার চার ঘন্টা আগে আপনি টিকিট ক্যানসেল করেন তাহলে আপনার টিকিট ক্যানসেল করে দেওয়া হলেও আপনাকে কোন রিফান্ড দেওয়া হবে না।

Related Articles

Back to top button