Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেলওয়েতে টিকিট চেকার পদে বড় নিয়োগ! এই যোগ্যতাতেই আবেদন করতে পারবেন

Updated :  Wednesday, August 6, 2025 10:36 AM
Indian Railways

ভারতীয় রেলে চাকরি মানেই সরকারি সুরক্ষা, স্থায়িত্ব আর সম্মানের এক আদর্শ মিশেল। এবার সেই স্বপ্নপূরণের সুযোগ এনে দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ শুরু হতে চলেছে টিকিট চেকার ও কমার্শিয়াল ক্লার্ক পদে। উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে এই পদে। জানুন বিস্তারিত।

কী কী যোগ্যতা লাগবে?

রেলে টিকিট চেকার (TTE) পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (SC, ST, OBC) বয়সসীমায় ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৫০% নম্বর থাকা আবশ্যক।

কোন কোন ধাপে নিয়োগ প্রক্রিয়া?

নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি স্তরে বিভক্ত। প্রথম ধাপে হয় লিখিত পরীক্ষা যেখানে সাধারণ জ্ঞান, অঙ্ক, অ্যাপটিটিউড এবং ইংরেজি বিষয়ে প্রশ্ন থাকে। এরপর হয় ফিজিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাই। সফল প্রার্থীদের দেওয়া হয় ট্রেনিং।

কোন দক্ষতা থাকা জরুরি?

এই পদের জন্য কিছু বিশেষ দক্ষতা থাকা জরুরি।
১. যেকোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
২. চাপের পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার গুণ।
৩. বিভিন্ন শিফটে কাজ করার মানসিক প্রস্তুতি ও প্রয়োজনে ওভারটাইম করার আগ্রহ।

পদোন্নতির সুযোগ কেমন?

টিকিট চেকার পদের মধ্যেই রয়েছে একাধিক স্তর –

  • টিকিট পরীক্ষক: যাত্রীদের টিকিট পরীক্ষা ও জরিমানা করা।

  • সিনিয়র টিকিট পরীক্ষক: পুরো ট্রেনে টিকিট চেকিং তদারকি।

  • ট্রাভেলিং টিকিট ইনস্পেক্টর: খালি আসন বরাদ্দ এবং আসন বদল নিয়ন্ত্রণ।

  • চিফ টিকিট ইনস্পেক্টর: যাত্রীদের অভিযোগ ও সমস্যা সমাধানে মূল ভূমিকা পালন করেন।

কখন হবে নিয়োগ?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। শূন্যপদের ভিত্তিতে জেলাভিত্তিক নিয়োগ হবে। আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন যাতে আবেদন জানাতে দেরি না হয়।

FAQ (প্রশ্ন ও উত্তর)

১. রেলওয়ে টিকিট চেকার পদের জন্য ন্যূনতম যোগ্যতা কী?
দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

২. কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হয়?
সাধারণ জ্ঞান, অঙ্ক, সাধারণ ইংরেজি এবং যুক্তিবিদ্যার (Aptitude) উপর ভিত্তি করে পরীক্ষা হয়।

৩. চাকরির জন্য কী কী দক্ষতা জরুরি?
মানসিক স্থিরতা, শারীরিক সহনশীলতা ও যেকোনো শিফটে কাজ করার ক্ষমতা থাকা দরকার।

৪. রেলে টিকিট চেকার হিসেবে কীভাবে উন্নতির সুযোগ আছে?
একাধিক ধাপে পদোন্নতির সুযোগ রয়েছে— টিকিট পরীক্ষক থেকে শুরু করে চিফ ইনস্পেক্টর পর্যন্ত পৌঁছনো যায়।

৫. নিয়োগ বিজ্ঞপ্তি কোথায় পাওয়া যাবে?
RRB-এর অফিসিয়াল পোর্টালে নিয়মিত নজর রাখতে হবে, কারণ সেখানেই নিয়োগ সংক্রান্ত আপডেট প্রকাশ করা হয়।