Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ওয়েটিং লিস্ট সিস্টেম তুলে দিচ্ছে Indian Railway, আসবে এই বড় সুবিধা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে…

Avatar

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। তখন থাকতে হয় ওয়েটিং লিস্টে। তবে আপনি শুনলে অবাক হবেন যে রেলওয়ে আর কিছু সময়ের মধ্যে এই ওয়েটিং লিস্ট বিলুপ্ত করে দেবে।

ট্রেনের টিকিট কেটে কনফার্ম হওয়ার আশা করার দিন শেষ। এবার ওয়েটিং লিস্ট সিস্টেম তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকার আগামী ৫ বছরের মধ্যে ভারতীয় রেলের খোলনলচে বদলে ফেলার চেষ্টা করছে। এই ওয়েটিং লিস্ট সিস্টেম তুলে দিলে লাভবান হবেন কোটি কোটি যাত্রী। ওয়েটিং লিস্ট সিস্টেম বন্ধ করার জন্য ভারতীয় রেল প্রতিদিন অতিরিক্ত ৩০০০ ট্রেন চালাতে পারে। বাজেট সেই মতো বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ কোটি টাকা বাজেট দেওয়া হবে এই কাজ করার জন্য। ৭ থেকে ৮ হাজার পুরনো ট্রেন পাল্টে ফেলা হবে। ট্রেনের গতি কমপক্ষে ৫০ কিমি প্রতি ঘণ্টা বাড়ানোর ব্যবস্থাও করছে রেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে এমন ১০০০টি ট্রেন চালানো হবে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে চলছে অমৃত ভারত স্কিমের আওতায় ১৩০৯ টি রেলস্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। এই স্টেশনগুলোতে আন্তর্জাতিক মানের সুবিধা পাওয়া যাবে। আর ভারতের বুকে বুলেট ট্রেন আনারও প্রস্তুতি জোরকদমে চলছে। বুলেট ট্রেন প্রজেক্টের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। ১৯ হাজার ৫৯২ কোটি থেকে বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

About Author