দেশজুড়ে রেল ব্যবস্থা নিয়ে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারতীয় রেল। এর মূল উদ্দেশ্য হলো দেশের জাতীয় সাধারন এর জীবন আরো গতিময় করে তোলা এবং একইসঙ্গে ভালো আবহাওয়ার পরিস্থিতিতে মানুষকে ভালো আরামদায়ক যাত্রা উপহার দেওয়া। এই ২ লক্ষ মাথায় রেখে ভারতীয় রেল বন্দে ভারত এক্সপ্রেস এর মত বেশ কিছু ট্রেন পরিচালনা করছে এবং এর সাথেই বেশ কিছু উচ্চগতির বুলেট ট্রেনের মতো পরিসেবা চালু করে দিয়েছে।
গরম পড়তে না পড়তেই এখন মানুষ এসি ট্রেনে ভ্রমণ করতে শুরু করেছেন। স্লিপার ক্লাস অনেকেই ব্যবহার করতে চাইছেন না এই মুহূর্তে। টিকিটের দাম বেশি হলেও এসি কামরায় ভ্রমণ করতে চাইছেন সকলেই। ভারতীয় রেল যাত্রীদের একটা বড় অংশ এই মুহূর্তে স্লিপার কামরাকে ব্যবহার করতে চাইছেন না। এই কারণে ভারতীয় রেল শীঘ্রই প্রায় প্রত্যেকটি ট্রেনে তার থার্ড এসি ক্লাস উপলব্ধ করা শুরু করবে। আসুন জেনে নেওয়া যাক এই থার্ড এসি ইকোনমিক সম্পর্কে বিস্তারিত।
থার্ড এসি থেকে কম ভাড়ায় থার্ড এসির মতই ভালো আরাম এবং সুবিধা নতুন এই এসি ক্লাসে দিতে চলেছে ভারতীয় রেলওয়ে। এই সুবিধা ইতিমধ্যেই অনেক ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে চালু করা হয়েছে। এই কামরায় ভ্রমণ করতে খুব একটা বেশি খরচ হবে না। স্লিপার ক্লাসের থেকে ভাড়া কিছুটা বেশি এবং সুবিধার ক্ষেত্রে কোন বিশেষ সমঝোতা করা হবে না। এই সমস্ত কামরা চালু করা হয়েছে গ্রীষ্মকালে ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য।
বর্তমানে এই ইকনোমিক ক্লাস পাটনা-ভাগলপুর বাঙ্কা ইন্টারসিটি এক্সপ্রেসে ইনস্টল করা হয়েছে। এছাড়াও অন্যান্য রুটের ইন্টারসিটি এক্সপ্রেস এই ধরনের কামরা যুক্ত করা হয়েছে। ইকোনমিক ক্লাসের এই ফরম্যাট সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় রেল। কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বন্দে ভারতে মেট্রো ট্রেনের ঘোষণার মতোই ডিসেম্বরের মধ্যে খুব দ্রুত এই নতুন ক্লাস চালু হতে চলেছে। খুব শীঘ্রই তৃতীয় এসি ইকনোমিক ক্লাসের কামরা আমরা অনেক ট্রেনে দেখতে পাবো।