আজকের দিনে লক্ষ লক্ষ মানুষ রেলপথকে প্রতিদিন যাতায়াতের মাধ্যমে হিসেবে ব্যবহার করেন। রেলপথকে পরিবহনের সব থেকে নিরাপদ মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়। কিন্তু প্রায়শই দেখা যায় ট্রেনে ভ্রমণের সময় অনেকের সঙ্গে পাঁচ বছরের কম বয়সী শিশু থাকে। তাদের জন্য টিকিট পাওয়া অত্যন্ত কঠিন। তাই এবারে তাদের সমস্যার সমাধান করতে একটা দারুণ রাস্তা নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। তাই যারা যাত্রার সময় পাঁচ বছরের নিচের শিশুদের সঙ্গে নিয়ে যান তাদের এই বিষয়টা জানা দরকার।
গত কয়েকদিন আগে জানা গিয়েছিল যে পাঁচ বছরের কম বয়সীদের জন্যেও ট্রেনের টিকিট বুক করা অত্যন্ত জরুরী। তবে এরকম কোন পরিবর্তন এখনো পর্যন্ত ভারতীয় রেল করেনি। পুরনো নিয়ম এই এখনো বাচ্চাকে নিয়ে ভ্রমণ করা যেতে পারে। পুরানো নিয়ম অনুযায়ী আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বার্থ বুক করার কোন প্রয়োজন নেই। আপনি বাচ্চাকে বিনামূল্যে ভ্রমণ করাতে পারবেন। আপনি যদি সন্তানের জন্য আলাদা করে টিকিট এবং বার্থ বুক করতে চান তাহলেও আপনি তা করতে পারেন। তবে সেক্ষেত্রে তেমন কোন বাধা আপনাকে দেওয়া হবে না।
আপনি যদি সন্তানের জন্য বিনামূল্যে ভ্রমণের সুবিধা নিতে না চান এবং এর জন্য অর্থ প্রদান করতে চান তাহলে আপনি সন্তানের জন্য আলাদা করে বার্থ গ্রহণ করতে পারেন। তবে সাধারণত সেরকমটা করা হয় না। মোটামুটি সবাই শিশুকে নিজের সাথে নিয়েই চলতে পছন্দ করেন। তবে আপনি যদি এই টিকিট বুক করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রাপ্তবয়স্কদের টিকিটের দামই দিতে হবে। ভারতীয় রেলের সার্কুলারে এই বিষয়টি একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া রয়েছে।