Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railways: অ্যাডভান্স টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন, আর ১২০ দিন আগে টিকিট কাটতে পারবেন না যাত্রীরা

Updated :  Tuesday, November 26, 2024 4:58 PM

আপনি কি ভারতীয় রেলের ভ্রমণ করতে ভালোবাসেন? তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। যারা নিয়মিত ভারতীয় রেলে যাতায়াত করেন এবং দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য একটি বড় ঘোষণা করেছে ভারতীয় রেল। যদি এই মুহূর্তে আপনি ভারতীয় রেলের এই বিশেষ নিয়মটি সম্পর্কে অবহিত না হন, সেক্ষেত্রে আপনার যাত্রার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আজ্ঞে হ্যাঁ, এবার দূরপাল্লার ট্রেনে টিকিট সংরক্ষণের ক্ষেত্রে নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারতীয় রেল। মূলত, রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত এবং সবার জন্য উন্মুক্ত রাখার উদ্দেশ্যে ভারতীয় রেল এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

আপনারা নিশ্চয়ই জানেন, ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীরা ১২০ আগে টিকিট বুকিং করার সুযোগ পেতো। অর্থাৎ, কেউ যদি এপ্রিল মাসে আপনার যাত্রার দিন ঠিক করে, তবে জানুয়ারি মাসে আসন সংরক্ষণ করার সুযোগ উপলব্ধ করাতো ভারতীয় রেল। তবে এবার সেই বিশেষ নিয়মে বড়সড়ো পরিবর্তন এনেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। গত মাসে ভারতীয় রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ১২০ দিনের পরিবর্তে যাত্রীরা ৬০ দিন আগে আসন সংরক্ষণ করার সুযোগ পাবেন। এতে করে যাত্রীদের কনফার্ম সিট বুকিং করার সুযোগ বেড়ে যাবে বলে ধারণা করছে ভারতীয় রেল।

ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১২০ দিন আগে টিকিট বুকিং করে বেশিরভাগ মানুষ নিজেদের যাত্রার দিন পরিবর্তন করে করেন। আর সেই কারণে যাদের টিকিট প্রয়োজন তাঁরা টিকিট বুকিং করতে পারেন না। তাই যারা বাস্তবেই ভারতীয় রেলে ভ্রমণ করতে চান তাদের জন্য ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন টিকিট বুকিং করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কারণ, এই সিদ্ধান্তের জন্য রেল যাত্রীদের এই বিশেষ সমস্যার সমাধান হবে বলে মনে করছেন ভারতীয় রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা। আমরা আপনাদের বলে রাখি, রেলের এই বিশেষ নিয়ম ১লা নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে।