ভারতীয় রেলওয়ের ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশনের তরফ থেকে কিছুদিন আগে অনলাইন টিকিট বুকিং সম্বন্ধিত বেশ কিছু নিয়মে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এই নতুন পরিবর্তনের পর এবারে যে সমস্ত যাত্রীরা ভারতীয় রেলওয়ের মাধ্যমে টিকিট বুক করাতে চাইছেন তাদের এবারে একটা নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। জানা যাচ্ছে, এখন টিকিট বুকিং করাতে হলে আপনাকে মোবাইল নম্বর এবং ইমেইল আইডির ভেরিফিকেশন করতে হবে একেবারে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। অন্য কোন জায়গা থেকে যদি আপনি এই ভেরিফিকেশন করান তাহলে আপনি টিকিট বুক করাতে পারবেন না। আর যদি আপনার ভেরিফিকেশন না করানো থাকে তাহলে আপনাকে অফলাইনে টিকিট বুক করতে হবে।
কেন করা হয়েছে এরকম পরিবর্তন?
আইআরসিটিসি-র তরফ থেকে জারি করা একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এবারে যাত্রীরা নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ইমেইল আইডির মাধ্যমে টিকিট বুক করানোর আগে নিজের আইডি ভেরিফাই করতে পারবেন। এই নতুন পরিবর্তনটা সেই সমস্ত যাত্রীদের জন্য নিয়ে আসা হয়েছে, যারা একটা লম্বা সময়ের জন্য ভারতীয় রেলওয়ের মাধ্যমে কোন টিকিটের বুকিং করেননি। তবে যে সমস্ত যাত্রীরা মাঝেমধ্যেই টিকিট বুক করে থাকেন তাদের জন্য এই পরিবর্তন নিয়ে আসা হয়নি।
আসলে আইআরসিটিসি এই সিদ্ধান্ত নিয়েছে কারণ দেড় বছরের জন্য করোনা এবং অন্যান্য মহামারী বেহাল করে দিয়েছিল ভারতীয় জনজীবন কে। অনেক মানুষ এমন আছেন যারা রেলওয়ের মাধ্যমে বুকিং করাননি। আইআরসিটিসি এই সমস্ত ব্যবহারকারীদের অনলাইন টিকিট বুক করানোর প্রক্রিয়া নতুন করে চালু করতে চাইছে। যদি আপনি আইআরসিটিসি পোর্টালের মাধ্যমে আপনার যাত্রা টিকিট বুক করতে চান তাহলে সবার আগে যাত্রীকে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফাই করতে হবে। তারপর নিজের আইডি ভেরিফাই হয়ে গেলে টিকিট বুক করতে পারবেন যাত্রী।