Local Train: শনি এবং রবিবার কাজ রেখেছেন? বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন, দেখে নিন ট্রেনের পুরো টাইম টেবিল

ভারতীয় রেলওয়েতে আবারো ট্রেন বাতিল। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহ শাখায়। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুসারে এক বছর ট্রেন বাতিল থাকছে আগামী শনিবার এবং রবিবার। বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন…

Avatar

ভারতীয় রেলওয়েতে আবারো ট্রেন বাতিল। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহ শাখায়। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুসারে এক বছর ট্রেন বাতিল থাকছে আগামী শনিবার এবং রবিবার। বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া এবং শিয়ালদহ দুই শাখাতেই। কখনো সিগনালিং এর কাজ আবার কখনো ওভারহেডের কাজের কারণে ট্রেন বাতিলের মুখোমুখি হয়েছেন যাত্রীরা। অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নের কাজের কারণেও ট্রেন বাতিল হয়েছে বেশকিছু জায়গায়। হাওড়া শাখায় দিন কয়েক আগে বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছিল। মশাগ্রাম স্টেশনে লাইন সংযোগের কাজের কারণে হয়েছিল সমস্যা। আর এবারে কাজ হতে চলেছে শিয়ালদহ ডিভিশনের কালীনারায়নপুর জংশনে। রানাঘাটের পরের এই স্টেশনে কাজের কারণে শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে।

৭ ডিসেম্বর শনিবার বাতিল থাকছে এই ট্রেনগুলি

১. শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ 31539/ ডাউন 31538

২. শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ 31843 / ডাউন 31838

৩. শিয়ালদহ থেকে লালগোলা: আপ 03191/ ডাউন 03190

৮ ডিসেম্বর রবিবার বাতিল খাতায় থাকছে…

৪. রানাঘাট থেকে কৃষ্ণনগর: আপ 31721, 31723 / ডাউন 31722

৫. শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812, 31816

৬. রানাঘাট থেকে শান্তিপুর: আপ 31785/ ডাউন 31788

৭. রানাঘাট থেকে লালগোলা: আপ 31765/ ডাউন 31768

৮. শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ 31511/ ডাউন 31514

একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সীমা নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবিবার এই তালিকায় থাকছে ০৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার স্পেশ্য়াল। অন্যদিকে শনিবার এই তালিকায় থাকছে 31541 শিয়ালদহ-শান্তিপুর লোকাল, 31512 শান্তিপুর-শিয়ালদহ লোকাল।