দেশনিউজ

Confirm Ticket: আবেদন করলেই পাবেন কনফার্ম টিকিট, কতদিনের মধ্যে সম্ভব? জানালেন রেল মন্ত্রী

Advertisement

আপনিও যদি প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন, তাহলে এই খবরটি আপনার কাজে লাগে। রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে নিরন্তর কাজ করা হচ্ছে। রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে যে কোনও যাত্রী ট্রেনের টিকিট বুক করতে চাইলে সহজেই নিশ্চিত টিকিট পাবেন।

সংবাদ সংস্থাকে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গত ১০ বছরে রেলে ব্যাপক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেছেন, আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি হল রেলের আরও উন্নতি সাধন করা। ট্রেনগুলির ক্ষমতা এতটাই বৃদ্ধি করা হবে যে ভ্রমণ করতে ইচ্ছুক যে কোনও যাত্রী সহজেই একটি কনফার্ম টিকিট পেতে সক্ষম হবেন।

গত এক দশকে ভারতীয় রেল কিভাবে বদলে গেছে তার দৃষ্টান্ত তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘রেলপথ নির্মাণের প্রক্রিয়ায় ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে মাত্র ১৭ হাজার কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম ১০ বছরে ৩১ হাজার কিলোমিটার নতুন ট্র্যাক তৈরি করা হয়েছে। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছরে প্রায় ৫ হাজার কিলোমিটার বিদ্যুতায়ন হয়েছে। কিন্তু আমরা যদি গত ১০ বছরের দিকে তাকাই, তাহলে এই সময়ের মধ্যে ৪৪ হাজার কিলোমিটার রেললাইন বৈদ্যুতিকীকরণ করা হয়েছে।’ গত ১০ বছরে কাজের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাত্র ৩২ হাজার কোচ তৈরি হয়েছে। সেখানে গত ১০ বছরে ৫৪ হাজার কোচ তৈরি করা হয়েছে।

Indian railways Confirm Ticket Booking

ডেডিকেটেড ফ্রেইট করিডরের জন্য ২০১৪ সালের আগে এক কিলোমিটারও নির্মিত হয়নি বলে মন্ত্রী অভিযোগ করেছেন। তাঁর মতে, ২ হাজার ৭৩৪ কিলোমিটারের দু’টি ডেডিকেটেড ফ্রেইট করিডর চালু করা হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের অর্থনীতির উন্নয়নের শক্তিশালী বন্ধন আরও জোরদার হবে।

Related Articles

Back to top button