ভারতীয় রেলের কর্মীদের জন্য এবার এক বড় সুখবর। দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ কাজের কথা মাথায় রেখে রেল মন্ত্রক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) যৌথ উদ্যোগে একটি নতুন বিমা পরিকল্পনা ঘোষণা করেছে। সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে রেল মন্ত্রক এবং এসবিআই-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রেলকর্মী ও তাঁদের পরিবার দুর্ঘটনার ক্ষেত্রে সর্বাধিক এক কোটি টাকা পর্যন্ত বিমা কভার পাবেন।
নতুন বিমা পরিকল্পনার মূল দিক
রেল সূত্রে খবর, বর্তমানে ভারতীয় রেলের প্রায় ৭ লক্ষ কর্মীর স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এসবিআই-তে। এতদিন তাঁদের জন্য ১০ লক্ষ টাকার জীবন বিমা চালু ছিল। তবে এবার সেই সঙ্গে যুক্ত হল দুর্ঘটনা বিমা।
বিমান দুর্ঘটনায় মৃত্যু: মৃত কর্মীর পরিবার পাবে ১ কোটি ৬০ লক্ষ টাকা।
অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু: পরিবারকে দেওয়া হবে ১ কোটি টাকা।
অক্ষমতা হলে: কর্মী সর্বাধিক ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন।
জীবন বিমা সুবিধা: কর্মরত অবস্থায় মৃত্যু ঘটলে পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
এই বিমা সুবিধা কোনও অতিরিক্ত প্রিমিয়াম ছাড়াই কর্মীদের জন্য প্রযোজ্য হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
কারা উপকৃত হবেন?
রেল মন্ত্রক জানিয়েছে, বিশেষত গ্রুপ সি কর্মীরা এর দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ট্রেন চালক, গার্ড, ট্র্যাক মেইনটেন্যান্স কর্মী—যাঁরা নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কাজ করেন, তাঁদের জন্য এই পরিকল্পনা কার্যকর ভূমিকা নেবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদেরও আর্থিক সুরক্ষার দিকে রেল মন্ত্রক নজর দিয়েছে।
কেন এই উদ্যোগ?
রেল মন্ত্রকের মতে, দুর্ঘটনা সংক্রান্ত ঝুঁকি রেলকর্মীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি। তাঁদের মানসিক শান্তি ও পরিবারের ভবিষ্যতের সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কর্মীরা নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন এবং জরুরি পরিস্থিতিতে তাঁদের পরিবার বড় অঙ্কের আর্থিক সহায়তা পাবে।
রেল ও এসবিআইয়ের যৌথ প্রচেষ্টা
রেল কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগ কর্মীদের আস্থা অর্জন করবে। একই সঙ্গে এসবিআইয়ের সঙ্গে অংশীদারিত্বের ফলে সুবিধার ক্ষেত্রও বিস্তৃত হবে। প্রিমিয়াম ছাড়াই উচ্চ অঙ্কের বিমা কভার পাওয়া কর্মীদের জন্য বিরল সুযোগ।













