Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় রেলের বিশেষ অফার, যাত্রীরা এখন মাত্র ২০ টাকায় পুরো খাবার পাবেন, জেনে নিন পুরো মেনু – INDIAN RAILWAY

ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের জন্য এবারে নিয়ে আসা হলো একটা বিশাল বড় স্কিম। এমনিতেই ট্রেনে ভ্রমণ করা বেশিরভাগ ভারতীয়দের জন্য সবথেকে বেশি আরামদায়ক বলে মনে করা হয়। সবাই তাদের পরিবারের…

Avatar

ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের জন্য এবারে নিয়ে আসা হলো একটা বিশাল বড় স্কিম। এমনিতেই ট্রেনে ভ্রমণ করা বেশিরভাগ ভারতীয়দের জন্য সবথেকে বেশি আরামদায়ক বলে মনে করা হয়। সবাই তাদের পরিবারের সাথে ভ্রমণ করতে বা দীর্ঘ দূরত্বে যাতায়াতের জন্য ট্রেনের বিকল্প পছন্দ করেন। তবে ভ্রমণের জন্য সস্তা এবং নিশ্চিত টিকিট সবার আগে প্রয়োজন। তবে এর থেকেও বেশি যেটা প্রয়োজন সেটা হল খাবার। এমন পরিস্থিতিতে ভারতীয় রেলওয়ে তার যাত্রীদের সুবিধার জন্য বিশেষ যত্ন নেয়। সম্প্রতি তাদের জন্য একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে মানুষরা তাদের পুরো খাবার খাওয়ার সুযোগ পাবেন খুব কম দামের মধ্যে। যাত্রীদের কাছে খুব সহজেই এই খাবার পৌঁছে দেওয়া হবে। চলুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এখন থেকে ভারতীয় রেলে ভ্রমণের সময় খুব কম খরচে মানুষকে খাবার দেওয়া হবে। এই বিষয়ে রেলওয়ে একটি নতুন প্রকল্প চালু করেছে, যার অধীনে মাত্র ২০ টাকায় সবাই পুরো খাবার পেয়ে যাবেন। এই প্রকল্পের অধীনে যাত্রীদের ২০ টাকা এবং ৫০ টাকার খাবারের প্যাকেট দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে, ট্রেনে ভ্রমণ করা লোকেদের দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের কিছু পছন্দের খাবার দেওয়া হবে। এরমধ্যে রয়েছে পাও ভাজি পুরি সবজি এবং আরও অনেক কিছুই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০ টাকা এবং ৫০ টাকার এই খাবারের প্যাকেট মূলত আর্থিকভাবে দুর্বল লোকেদের জন্যই নিয়ে আসা হয়েছে। যাত্রা শুরু করার আগে এই সমস্ত মানুষরা তাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, যা কিছু অল্প দূরেতে যাওয়ার পরেই নষ্ট হয়ে যায়। যাতে এটা না হয়, তার জন্যই এই বিশেষ প্ল্যান নিয়ে আসা হয়েছে। এমনিতে, যারা দামি টিকিট কাটতে পারেন তারা তো খাবার পাবেন। কিন্তু এটা মূলত একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পটি ভারতীয় রেল ৬৪ টি স্টেশনে ইতিমধ্যেই শুরু করেছে। ৬ মাসের ট্রায়ালের পর এই নিয়ম নতুন করে চালু করা হবে। এই প্রকল্পের বিশেষত্ব হল, সাধারণ বগিতে যাতায়াতকারী যাত্রীরা এর থেকে সর্বাধিক সুবিধা পাবেন। তবে, স্টেশনে এই সস্তা খাবারের স্টল কিন্তু সাধারণ বগির সামনে নয়।

About Author